Arun Lal Marriage: গলায় মালা, পরনে পাঞ্জাবি, গায়ে হলুদে নজর কাড়লেন ৬৬-র 'ফাইটার লাল'

দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন অরুণ লাল। প্রস্তুতি একেবারে তুঙ্গে।   

| Apr 25, 2022, 17:31 PM IST

নিজস্ব প্রতিবেদন: ফের একবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অরুণ লাল। আগামী ২ মে বিয়ে করতে চলেছেন বাংলার বর্তমান কোচ। পাত্রী বুলবুল সাহা। তিনি অরুণ লালের দীর্ঘদিনের বান্ধবী। কলকাতাতেই হবে বিয়ের অনুষ্ঠান। এর আগে রবিবার নবদম্পতি সেরে ফেললেন গায়ে হলুদের অনুষ্ঠান। দেখে নিন সেই ছবি। 

 

1/9

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে অরুণ লাল

Arun Lal

প্রথম স্ত্রীর রীনার অনুমতি নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন ভারতের প্রাক্তন ওপেনার অরুণ লাল। গায়ে হলুদ হল হবু স্ত্রী বুলবুল সাহার সঙ্গে। 

2/9

আয়োজিত হল গায়ে হলুদ

Haldi

দুই পক্ষের যৌথ উদ্যোগে গায়ে হলুদ পর্ব আয়োজিত হল। মূলত বুলবুল সাহার পরিবারের লোকজন উপস্থিত ছিল অনুষ্ঠানে।

3/9

বাধ্য ছেলের মতোই গায়ে হলুদ পালন করলেন অরুণ লাল

Arun Lal

গায়ে হলুদের সমস্ত নিয়ম বাধ্য ছেলের মতোই পালন করলেন ৬৬ বছরের অরুণ লাল। হবু স্বামী-স্ত্রীকে একসঙ্গেই হলুদ পোশাকে পাওয়া গেল অনুষ্ঠানে।

4/9

অন্য মেজাজে অরুণ লাল

Arun lal

অন্য মেজাজে ছিলেন বাংলার কোচ। লালজীর পরনে ছিল হলুদ পাঞ্জাবি ও পায়জামা। বুলবুল পরেছিলেন হলুদ শাড়ি। 

5/9

বাঙালি খাওয়া-দাওয়ার ব্যবস্থা

Bengali Food

গায়ে হলুদ পর্বের পর ছিল এলাহী খাওয়া-দাওয়ার আয়োজন। একেবারে বাঙালি খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। 

6/9

রজনীগন্ধার মালা গলায় লাল জী

Arun Lal

রজনীগন্ধার মালা গলায় ধরা দিলেন নতুন বর লালজী। 

7/9

শ্যালক-শ্যালিকাদের সঙ্গে নতুন জামাই

Arun three

শ্যালক-শ্যালিকাদের আবদারে তাঁদের সঙ্গে ছবিও তুললেন ভারতের প্রাক্তন ওপেনার। 

8/9

সৌরভ ও অরুণ লাল

Sourav and Arun Lal

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়, সিএবি-র একাধিক কর্তা ও বাংলা ক্রিকেট দলের সদস্যদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা।   

9/9

উপস্থিত থাকতে পারেন রবি শাস্ত্রী

Ravi Shastri

টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীও দীর্ঘদিনের বন্ধু অরুণের বিয়েতে উপস্থিত থাকতে পারেন।