1/5
2/5
photos
TRENDING NOW
4/5
5/5
আরিয়ানের পক্ষে আজ সওয়াল করেন বিশিষ্ট আইনজীবী, সতীশ মানসিন্ডে। আদালতে তিনি সওয়াল করেন, অভিযুক্তদের চ্যাট মেসেজের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে। ক্রুজে চড়ার জন্য তার কাছে কোনও টিকিট ছিল না, কোনও কোবিন বা সিট বুক করা ছিল না। আরিয়ান ওই ক্রুজে গিয়েছিল আমন্ত্রিত হয়। তাই তাকে জামিন দেওয়া হোক। মানশিন্ডের ওই সওয়ালের পর আরিয়ানকে একদিন এনসিবি হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত।
photos