করোনার কারণে এবার বাতিল হওয়ার পথে এশিয়া কাপ!

Jul 08, 2020, 13:57 PM IST
1/5

অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হওয়ার পথে। সম্ভবত চলতি সপ্তাহেই তা সরকারি ভাবে জানিয়ে দেবে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি।

2/5

সূত্রের খবর, বিশ্বকাপের পাশাপাশি বাতিল হওয়ার পথে এবারের এশিয়া কাপও। টি-টোয়েন্টি বিশ্বকাপের মতোই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত ঝুলে রয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানালেই সম্ভবত আগামী সপ্তাহেই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

3/5

 এবারের এশিয়া কাপ পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তি জানায় বিসিসিআই। তাই পিসিবি এশিয়া কাপ আয়োজনের জন্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে।

4/5

করোনা পরবর্তী সময়ে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি যে অগ্রাধিকার পাবে সেটা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে আলোচনা হয়। করোনা উদ্বেগের মাঝে শ্রীলঙ্কাতেও লজিস্টিক সমস্যা দেখা দিতে পারে তাই সম্ভবত এবারের এশিয়া কাপ বাতিল হওয়ার পথেই।  

5/5

শ্রীলঙ্কার সংবাদ মাধ্যম সানডে টাইমসের খবর অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল পরের সপ্তাহেই এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে।