কবরে শুয়ে ১৯ মাসের মেয়ে, শোক কাটিয়ে বিশ্বকাপ দলে পাক ব্যাটসম্যান আসিফ

May 26, 2019, 14:21 PM IST
1/5

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

''আমার মেয়ে নুর ফাতেমা যোদ্ধা ছিল। ও ছিল আমার শক্তি ও অনুপ্রেরণা। ওর স্মৃতির সুবাস আমার সঙ্গে সারাজীবন থাকবে। আমার এই রাজকন্যার জন্য আপনারা প্রার্থনা করবেন।'' ১৯ মাসের মেয়েকে হারিয়েছেন পাকিস্তানের আসিফ আলি। তাও বিশ্বকাপ শুরুর দিনকয়েক আগে। মেয়েকে কবরে শুইয়ে এই কথাগুলো লিখে দলে ফিরলেন তিনি।

2/5

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

আসিফের ১৯ মাসের মেয়ে নুর ফাতিমা ক্যান্সারে আক্রান্ত ছিল। চিকিত্সার জন্য তাঁকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন আসিফ ও তাঁর পরিবারের লোকজন। কিন্তু বাঁচানো যায়নি ফাতিমাকে। 

3/5

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

বিশ্বকাপের জন্য ঘোষিত পাকিস্তানের প্রাথমিক স্কোয়াডে ছিলেন না মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ। তবে কিছুদিন আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান-ডে সিরিজে দুটি হাফ সেঞ্চুরি করায় চূড়ান্ত স্কোয়াডে তাঁকে রেখেছে পিসিবি।

4/5

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

ইংল্যান্ডে খেলছিলেন বলে শেষবেলায় মেয়ের পাশে থাকতে পারেননি আসিফ। পাকিস্তানে মেয়েকে কবরে শুইয়ে আবার ইংল্যান্ডে দলের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছেন তিনি। 

5/5

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

মেয়ে কবরে শুইয়ে দলে ফিরলেন আশিফ

আসিফের ছোট্ট মেয়ের এভাবে চলে যাওয়া কাঁদিয়েছিল গোটা বিশ্বকে। সচিন তেন্ডুলকরও পাশে দাঁড়িয়েছিলেন তাঁর।  Leaving today to join Pakistan team in UK for our Cricket World Cup journey. We as a team will be in need of your prayers & unconditional support. These are the final few lines for my princess Dua Fatima. Meri beti k liye dua or Fateha ki darkhwast hai. Aap sab k liye duaaain! pic.twitter.com/XeS9ducwZZ — Asif Ali (@AasifAli2018) May 25, 2019