মোদীর জমানায় 'কংগ্রেস মুক্ত' হতে চলেছে দেশের উত্তর-পূর্ব

Dec 11, 2018, 13:24 PM IST
1/5

উত্তর-পূর্ব ভারতে ২০১৬ সালে প্রথম অসম জয় করেছিল বিজেপি। এরপর একের পর এক রাজ্য জিতেছে বিজেপি। শিবরাত্রির সলতের মতো উত্তর-পূর্বে মিজোরাম ছিল কংগ্রেসের হাতে। বুথফেরত সমীক্ষা সত্যি করে সেই মিজোরাম থেকে বিদায় নিতে চলেছে কংগ্রেস।   

2/5

ভোটপ্রবণতায় স্পষ্ট, মিজোরামে সরকার গঠন করতে চলেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। নির্বাচনের আগেই কংগ্রেসের বেশ কয়েকজন নেতা এমএনএফ ও বিজেপিতে যোগ দিয়েছিলেন। 

3/5

মিজোরামের মুখ্যমন্ত্রী লল থনহবলা নিজেই নির্বাচন হেরে গিয়েছেন।

4/5

মিজোরামের ৪০টি আসনের মধ্যে এমএনএফ এগিয়ে ১৯টিতে। বিজেপি একটি ও অন্যান্যরা ৫টি আসনে এগিয়ে। মাত্র ৬টি আসনে এগিয়ে কংগ্রেস। 

5/5

২০১৬ সালে অসম জয় করে উত্তর-পূর্বে ঢুকেছিল বিজেপি। চলতি বছরে ত্রিপুরা জয় করেছে তারা। উত্তর-পূর্বের সাতটি রাজ্যের মধ্যে চারটি রাজ্যের ক্ষমতায় বিজেপি। ত্রিপুরা, অসম, মণিপুর ও মেঘালয়ে বিজেপির শাসন।