মধ্যপ্রদেশে ফের ক্ষমতায় শিবরাজ সিং চৌহান, বলছে নতুন সমীক্ষা

Nov 09, 2018, 12:52 PM IST
1/6

s 6

s 6

একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষায় মধ্যপ্রদেশে বিজেপির ভরাডুবির কথা বলা হলেও শিবরাজ সিং চৌহানের পক্ষেই রায় দিল নতুন এক প্রাক নির্বাচনী সমীক্ষা।

2/6

S 5

S 5

টাইমস নাউ ও সিএনএক্স সমীক্ষা বলছে, শিবরাজ সিং চৌহান চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরবেন, তবে মার্জিন হবে অনেক কম।

3/6

S 4

S 4

প্রাক নির্বাচনী ওই সমীক্ষায় শাসক বিজেপিকে ২৩০ আসনের মধ্যে দেওয়া হয়েছে ১২২ আসন। অন্যদিকে বলা হয়েছে অনেকটাই উন্নতি করবে কংগ্রেস। কংগ্রেসকে দেওয়া হয়েছে ৯৫ আসন। মায়াবতীর বহুজন সমাজ পার্টি পাবে মাত্র ৩টি আসন।

4/6

S 3

S 3

বলা হয়েছে বিজেপি পাবে ৪১.৭৫ শতাংশ ভোট। কংগ্রেস পাচ্ছে ৩৮.৫২ শতাংশ ভোট।

5/6

S 2

S 2

২০১৩ সালে বিজেপি ১৬৫টি আসন পেয়ে ফের ক্ষমতায় এসেছিল। কংগ্রেস সেবার দখল করতে পেরেছিল মাত্র ৬৫টি আসন। বসপা পেয়েছিল ৩টি ও অন্যান্যরা পায় ৪টি আসন।

6/6

s 1

s 1

অক্টোবরের প্রথম সপ্তাহে এই সিএনএক্স-ই তার প্রাক নির্বাচনী সমীক্ষায় বিজেপিকে দিয়েছিল ১২৮টি আসন। এবার তা কমে হয়েছে ১২২। কংগ্রেসকে দেওয়া হয় ৮৫ আসন।