দক্ষিণ অস্ট্রেলিয়ায় ৫ দিনে গুলি করে মারা হল ৫০০০ উটকে

Jan 14, 2020, 18:45 PM IST
1/5

S 5

S 5

ঘোষণা হয়েছিল আগেই। নিশানায় ছিল ১০,০০০। সেইমতো টানা পাঁচদিন ধরে অস্ট্রেলিয়ায় গুলি করে মারা হল ৫,০০০ বন্য উটকে।

2/5

S 4

S 4

বিপুল সংখ্যক ওই উটকে মারার জন্য ভাড়া করা হয়েছে প্রশিক্ষিত শার্প শ্যুটারকে। কপ্টারে চড়ে দক্ষিণ অস্ট্রেলিয়ার ঘরা দুর্গত এলাকায় তারা মেরে চলেছেন বন্য উটদের।

3/5

S 3

S 3

কেন এমন সিদ্ধান্ত? দক্ষিণ অস্ট্রলিয়ার এপিওয়াই এলাকায় থাকেন অস্ট্রেলিয়ার আদিবাসীরা। প্রায় আড়াই হাজার মানুষের বাস সেখানে। সেইসব এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বন্য উট।

4/5

S 2

S 2

আদিবাসীদের অভিযোগ, তাদের ফসল, জলের উত্স, ঘরবাড়ি সব নষ্ট করে দিচ্ছে উটের দল। তাই ৮ জানুয়ারি থেকে শুরু হয়েছে ওই উট নিধনের কাজ।

5/5

s 1

s 1

উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় উট আসে ১৮৪০ সালে। ভারতে থেকে সেখানে ৬ দশক ধরে সেখানে পাঠানে হয় ২০,০০০ উট। বর্তমানে দুনিয়ার সবচেয়ে বেশি উট রয়েছে অস্ট্রেলিয়াতেই। এখন সেখানে কমপক্ষে ১০ লক্ষ উট রয়েছে বলে মনে করছে দেশের বন্যপ্রাণী দফতর।