মাসের শুরুতে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রকাশ করল তেল সংস্থা

Nov 01, 2020, 14:53 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: স্বস্তির খবর। সরকারি তেল সংস্থাগুলি জানিয়েছে, এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম একই থাকছে।

2/5

প্রসঙ্গত, অক্টোবর মাসেও রান্নার গ্যাসের কোনও বদল হয়নি। এমাসের শুরুতেও ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখল কেন্দ্রীয় সরকার।

3/5

দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিযুক্ত গ্যাসের দাম ৫৯৪ টাকায় স্থির রয়েছে ৷ দেশের অন্যান্য শহরেও রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রাখা হেচে ৷ তবে যাঁরা ১৯ কিলোগ্রামের সিলিন্ডার ব্যবহার করেন তাদের জন্য দুঃসংবাদ। বৃদ্ধি করা হয়েছে সেই সমস্ত সিলিন্ডারের দাম। দিল্লিতে ১৯ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম বেড়েছে ৩২ টাকা ৷

4/5

সর্বশেষ জুলাই মাসে দাম বেড়েছিল রান্নার গ্যাসের। ১৪ কিলোগ্রাম রান্নার গ্যাসের দাম বাড়নো হয়েছিল ৪ টাকা। অন্যদিকে ভর্তুকিহীন গ্যাসের দাম বেড়েছিল ১১.৫০ টাকা বেড়েছিল ৷ আগস্ট সেপ্টেম্বরে গ্যাসের যা দাম ধার্য করা হয়েছিল। অক্টোবরেও তাই রাখা হয়েছে।

5/5

কলকাতায় ১৪.২ কিলোগ্রাম সিলিন্ডারের দাম - ৬২০.৫০ টাকা ৷দিল্লিতে ১৪.২ কিলোগ্রাম ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম - ৫৯৪ টাকা ৷