বেরিয়ে আসছে ভয়াবহ চিত্র, ইন্দোনেশিয়ার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১২৩৪
Oct 02, 2018, 14:00 PM IST
1/7
s 7
ইন্দোনেসিয়ার সুলাসি দ্বীপে ভূমিকম্প ও সুনামিতে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। গত কাল পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৮৪৪। মঙ্গলাবার তা বেড়ে হল ১২৩৪। জানিয়েছেন ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান সুতোপো পুরো নুগোরো।
2/7
s 6
সোমবার বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা মৃতদেহ সমাধি দেওয়ার জন্য ১০০০ কবর খুঁড়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
photos
TRENDING NOW
3/7
S 5
গত শুক্রবার প্রবল ভূমিকম্পে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার সুলাসি দ্বীপ। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৫। ভূমিকম্পের ফলে সৃষ্টি হয় সুনামি। সমুদ্রের ঢেউয়ের উচ্চতা গিয়ে দাঁড়ায় প্রায় ২০ ফুট।
4/7
S 4
কম্পনের পরই ধীরে ধীরে মৃত্যুর খবর আসতে থাকে। দ্বীপের পালুতে বহু মানুষের চাপা পড়ে যাওয়ার খবর পাওয়া যায়। উত্তর পালুতে কমপক্ষে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্থ হল সরকারের তরফে বলা হয়।
5/7
S 3
আতঙ্কিত মানুষজনকে বিমানে পালু থেকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করে ইন্দোনেশিয়ার সেনা।
6/7
S 2
সমুদ্রের জল ঢুকে গোটা পালুকে ভাসিয়ে দেয়। জল সরতেই বেরিয়ে আসে ক্ষয়ক্ষতির ছবি। বাড়িঘর ভেঙে চুরমার করে দেয় পালুর বিশাল এলাকা।
7/7
s 1
ভূমিকম্পের পর থেকে পালুতে সরকারি কর্মীদের পাশাপাশি নিখোঁজ আত্মীয়দের খোঁজে তল্লাশিতে নেমে পড়েন মানুষজন।