করোনাভাইরাস এড়াতে কোরো না 'কিস', আর কী কী করবেন না? জেনে নিন

Mar 04, 2020, 23:06 PM IST
1/8

সংক্রমণের আতঙ্ক গোটা দেশজুড়ে। এই অবস্থায় সতর্কতা হল শেষ কথা। আপনি যা করবেন। 

2/8

আক্রান্তের থেকে ৩-৬ ফুট দূরত্ব বজায় রাখুন। আক্রান্তের সঙ্গে বেশিক্ষণ থাকা উচিত নয়।  

3/8

আক্রান্তের হাঁচি, কাশি, কথা বলার সময় দূরে থাকুন।

4/8

আক্রান্তের নাক বা মুখনিসৃত জলীয় পদার্থ থেকে দূরে থাকুন। জলীয় পদার্থ কোথাও পড়লে সেখানে হাত রাখা বিপজ্জনক।

5/8

বারবার হাত সাবান দিয়ে ধুয়ে নিন। চোখে, মুখে হাত দেওয়ার আগে ভাল করে ধুয়ে নিন।

6/8

আক্রান্তের চুম্বন এড়িয়ে চলুন।

7/8

আক্রান্তের ছোঁয়া খাদ্যগ্রহণ এড়িয়ে চলুন। 

8/8

খাবার গরম করে নিলে সংক্রমণের আশঙ্কা নেই।