Ayodhya Ram Mandir | Chandannagar Lighting: অযোধ্যার রামমন্দির সাজছে চন্দননগরের আলোয়, বাংলার শিল্পীদের ২ কোটির বরাত যোগী রাজ্যের!

Ayodhya Ram Mandir: বাংলা থেকে ১৫০ আলোকশিল্পী যাচ্ছেন অযোধ্যায়। ২০ তারিখের মধ্যে শেষ হবে সব কাজ।

Jan 13, 2024, 20:20 PM IST
1/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

বিধান সরকার: দীপাবলিতে চন্দননগরের আলোয় সেজেছিল অযোধ্যার পথঘাট। এবার রামমন্দির উদ্বোধনের সময়ও চন্দননগরের আলোয় সাজবে অযোধ্যা।   

2/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

১৫০ আলোকশিল্পী রওনা দিয়েছেন অযোধ্যার উদ্দেশে। যোগী রাজ্যে রামমন্দির উদ্বোধনে ২ কোটি টাকার বরাত পেল চন্দননগর।  

3/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

২২ জানুয়ারি অযোধ্যার রামমন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ-বিদেশের বহু অতিথি সেই রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন।  

4/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

মন্দির ও মন্দির প্রবেশের গোটা রাস্তা সেজে উঠবে চন্দননগরের আলোয়। ফিরোজাদাবাদ থেকে অযোধ্যার রামমন্দির পর্যন্ত আলোর গেট লাগানো হবে।   

5/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

৩০০টি আলোর গেট থাকবে রামমন্দির যাওয়ার রাস্তায়। আলোর মাধ্যমে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের ছবি ফুটিয়ে তোলা হবে।   

6/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

বিশেষভাবে থাকছে পদ্মফুলের আলোও। এক বছর ধরে এই আলো জ্বলবে। তার জন্য লোহার কাঠামোর উপর নতুন ধরনের LED স্ট্রিপ দিয়ে সাজানো হবে আলো।   

7/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

যা সহজে নষ্ট হবে না। প্রায় ২ কোটি টাকার বরাত! ২০ তারিখের মধ্যে সব কাজ শেষ করা হবে বলে জানান আলোকশিল্পীরা।   

8/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

কিছু আলোকসজ্জা যেমন করে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনই অযোধ্যায় পৌঁছে শেষ হবে বাকি কাজ।   

9/9

অযোধ্যা রামমন্দিরে চন্দননগরে আলোকসজ্জা!

Ayodhya Ram Mandir Chandannagar Lighting

রামমন্দিরে বহু মানুষ আসবেন সেখানে চন্দননগরের আলো আলাদা করে নজর কাড়বে বলে আশাবাদী আলোকশিল্পীরা।