মর্মান্তিক! প্রকৃতির সৌন্দর্য্য ব্যাখ্যা টুইটে, পর মুহূর্তে ভূমিধসে মৃত্যু তরুণী ডাক্তারের
ঠিক এর পরমুহূর্তে শান্ত কিন্নর তার ভয়ঙ্কর রূপ দেখাতে থাকে। কাঁপতে থাকে মাটি।
নিজস্ব প্রতিবেদন: প্রকৃতি যখন রেগে যায়, তখন তার সৌন্দর্য ভয়ঙ্কর রূপ নেয়। বেশ কিছু দিন ধরেই প্রকৃতির তাণ্ডব অব্যাহত। বৃষ্টি, বন্যা, ভূমিধসের আর শেষ নেই। গতকাল হিমাচল প্রদেশের কিন্নরে বিরাট ধস নামে। বড় বড় পাথর ক্রমশ তীব্র গতিতে নিচে নামতে থাকে। ব্রিজ ভেঙে যায়। নদীর তীরে থাকা হোটেল গুড়িয়ে যায় পাথরের আঘাতে।
1/7
উঁচু পাহাড় থেকে তীব্র গতিতে নিচের দিকে ধেয়ে আসে পাথর
2/7
৯ জনের মৃত্যু হয়েছে
এই ঘটনায় মৃত্যু হয় অনেকের। তার মধ্যে ডাক্তার দীপা শর্মা পাথরের আঘাতে প্রাণ হারান। প্রকৃতি তাঁর কাছে মায়ের মতো। টুইটারে এমনই মনের ভাব প্রকাশ করেছিলেন ঘটনার ঠিক আগের মুহূর্তে। পাহাড়ের কোলে ঝুলন্ত ব্রিজের সামনে, নদীর জলে দাঁড়িয়ে বৃষ্টি ভেজা প্রকৃতি অনুভব করছিলেন। যার ছবি শেয়ার করেছিলেন ডাঃ দীপা শর্মা।
photos
TRENDING NOW
3/7
শান্ত কিন্নর ভয়ঙ্কর রূপ নেয়
ঠিক এর পরমুহূর্তে শান্ত কিন্নর তার ভয়ঙ্কর রূপ দেখাতে থাকে। কাঁপতে থাকে মাটি। ভয়ে চিৎকার করতে থাকেন পর্যটকরা। পালানোর পথ খুঁজতে থাকেন। নেমে আছে পাথরে ঝর্ণা। তছনছ হতে থাকে চতুর্দিক। বড় পাথরের আঘাতে ভেঙে যায় ব্রিজ। কার্যত, গাড়ি নিয়ে পালানোর পথ বন্ধ হয়ে যায়। উপায় না পেয়ে বিপজ্জনক অবস্থায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে পড়েন ডাঃ দীপা শর্মা সহ বাকি পর্যটকরা। গাড়ির ওপর এসে পড়ে বিরাটাকার পাথর।
4/7
"প্রকৃতি মা ছাড়া জীবন কিছুই নয়"
5/7
মৃত্যুর আগে শেষ টুইট
6/7
বোল্ডারের ধাক্কায় ব্রিজ ভেঙে পড়ে
7/7
আর্থিক সাহায্য কেন্দ্রের
photos