করোনায় বেহাল মোদী-রাজ্য গুজরাট, তারপরেই স্থান দিল্লির

Apr 28, 2020, 23:16 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সারা দেশ করোনা সংক্রমণে জর্জরিত। কাশ্মীর থেকে কন্যাকুমারী এই মারণ ভাইরাস থেকে ছাড় পায়নি কোনও রাজ্য। তবে অন্যান্য রাজ্যের তুলনায় শোচনীয় অবস্থা মহারাস্ট্র ও গুজরাটের।  

2/5

স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী মহারাস্ট্রে মোট করোনা আক্রান্ত এ পর্যন্ত ৮,৫৯০ জন। প্রাণ হারিয়েছেন ৩৬৯ জন। আর গুজরাটে এপর্যন্ত আক্রান্ত ৩,৫৪৮ জন। প্রাণ হারিয়েছেন ১৬২ জন।

3/5

সারা দেশে করোনা সংক্রমণের দরুন মহারাস্ট্রের পরে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত মোদী-রাজ্য গুজরাট। সেখানে শতকরা ৪.৫ শতাংশেরও বেশি করোনা আক্রান্তর মৃত্যুর খবর মিলেছে।

4/5

সারা বিশ্বকে শ্মশানে পরিণত করেছে এই নোভেল করোনাভাইরাস। মোদী-রাজ্যেও সেই একই ছবি। গুজরাটের পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিল্লি। তবে গুজরাটের অবস্থা যে আক্রান্তের হারে যথেষ্ট সংকটজনক তা পরিসংখ্যান দেখলেই স্পষ্ট।

5/5

ভারতে এ পর্যন্ত মোট করোনা আক্রান্ত ২২ হাজারেরও বেশি। শুধুমাত্র গুজরাটেই দেশের মোট আক্রান্তের ১৬ শতাংশ। যেখান থেকে  গুজরাটের ছবিটা স্পষ্ট আন্দাজ করা যায়।