পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে আলোচানার কথা বলে একদফা বিতর্কের সৃষ্টি করেছিলেন কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধু। এবার বালাকোটে বায়ুসেনার বিমান হামলা নিয়ে কেন্দ্রকে বিঁধতে গিয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন সিধু।
2/5
S 4
সোমবার সিধু কেন্দ্রকে নিশানা করে ট্যুইট করেন, আপানারা সন্ত্রাসের শিকড় উপড়ে ফেলেছেন নাকি গাছের শিকড় উপড়েছেন।
photos
TRENDING NOW
3/5
S 3
উল্লেখ্য, বালাকোটে বিমান হামলার পর একটি ছবি সেশ্যাল মিডিয়ায় ঘুরছে। সেটি হল একটি পাহাড়ি গাছঘেরা এলাকার ধ্বংসস্তূপের ছবি। পাকিস্তানের তরফে দাবি করা হচ্ছে ওখানেই বোমা ফেলেছে ভারতীয় বায়ুসেনা। সিধু সম্ভবত সেটাকেই হাতিয়ার করেছেন।
4/5
S 2
কেন্দ্রের উদ্দেশ্যে ট্যুইটে সিধু লিখেছেন, স্পষ্ট করে বলুন ৩০০ জঙ্গি মরেছে কিনা। নাকি এটি কোনও নির্বাচনী চমক!
5/5
s 1
বালাকোটে বিমানহানার পর সে সেনাবাহিনীকে নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন সিধু।