এবার থেকে চালু হচ্ছে গোলকিপারদের ব্যালন ডি'অর!

Sep 20, 2019, 11:20 AM IST
1/5

১৯৫৬ সাল থেকে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন ব্যালন ডি'অর পুরস্কার চালু করে।

2/5

গত বছর থেকে বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি বর্ষসেরা মহিলা ফুটবলারের জন্য ব্যালন ডি'অর পুরস্কার চালু করেছে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।    

3/5

১৯৫৬ সাল থেকে ব্যালন ডি'অর চালু হলেও একমাত্র গোলকিপার হিসেবে ১৯৬৩ সালে এই পুরস্কার পেয়েছেন সোভিয়েত ইউনিয়নের গোলকিপার লেভ ইয়াসিন। 

4/5

২০১৯ সাল থেকে চালু হচ্ছে গোলকিপারদের ব্যালন ডি'অর। আর তাও লেভ ইয়াসিনের নামে।

5/5

চলতি বছরে ব্যালন ডি'অর পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা ২১ অক্টোবর প্রকাশিত হবে। ২ ডিসেম্বর বিজয়ীদের নাম জানানো হবে।