বুধবার থেকে খুলে গেল বাংলা স্পোর্টস অ্যাকাডেমি। তবে সামাজিক দূরত্ব মেনেই প্রত্যেককেই অ্যাকাডেমিতে আসতে হবে।
2/5
ভেতরে ঢোকার আগেই থার্মাল গান দিয়ে চেকআপ করা হবে। তারপর প্রত্যেককে স্যানিটাইজার দেওয়া হবে। এরপরই প্রবেশ করা যাবে।
photos
TRENDING NOW
3/5
জানা গিয়েছে, গত ১৪ মার্চ শেষ প্র্যাক্টিস হয়েছিল এই বাংলা স্পোর্টস অ্যাকাডেমিতে। এখানে ছাত্রের সংখ্যা প্রায় ৮০০।
লকডাউনের আগে পর্যন্ত সপ্তাহে চারদিন ( মঙ্গল, বৃহস্পতি, শনি ও রবি) প্র্যাকটিস হত এখানে। আগে প্রত্যেক ব্যাচে ৭৫ জন করে
4/5
কিন্তু এখন সংখ্যা ১৫ থেকে ২০। খুব বেশি হলে এখন ৩০ জন প্যাক্টিস করতে পারবে। সপ্তাহে কতদিন প্যাক্টিস হবে? লক্ষ্মীরতন শুক্লা জানান, আপাতত ১৫ জন প্যাক্টিস করছে। তবে বল-ব্যাট এখনই খেলা হবে না।
5/5
আপাতত এখন শরীর চর্চা চলবে। কতদিন প্যাক্টিস হবে সেটা আসতে আসতে ঠিক হবে। তবে গণপরিবহনে আসার ব্যাপারে ছাত্রদের 'না' বলেছেন লক্ষ্মীরতন শুক্লা। তাঁর পরামর্শ, "প্রাইভেট গাড়ি, রিক্সা, কিংবা সাইকেলে আসুক ছাত্ররা। সাইকেল এখনকার দিনে একটা কিনে নেওয়াই যায়।"