গ্যালারিতে মুখরিত দর্শক;করোনার আতঙ্ক দূরে সরিয়ে ১০ মাস পর ফুটবল ফিরল বাংলাদেশে

Nov 13, 2020, 21:36 PM IST
1/5

দশ মাস পরে দেশের মাঠে ফুটবল ফেরার আনন্দই অন্যরকম। করোনা আতঙ্ক পিছনে ফেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শ সমাগম।

2/5

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-নেপালের মধ্যে মুজিব বর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রচুর দর্শক সমাগম হলেও স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার চেষ্টা হয়েছে সর্বত্র। কথা ছিল করোনার কারণে আট হাজারের বেশি দর্শক মাঠে প্রবেশের অনুমতি ছিল না। তবে ভিড় দেখে তা মনে হল না।

3/5

বাংলাদেশের পতাকা, জাতীয় দলের জার্সি , ড্রাম নিয়ে সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। গ্যালারিতে দর্শকদের উন্মাদনা ছিল তুঙ্গে।  

4/5

সমর্থকদের হতাশ করেননি জামাল ভুঁইয়ারা। আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘ পাঁচ বছর পর নেপালকে হারাল বাংলাদেশ। ২-০ গোলে জিতল তারা।

5/5

বাংলাদেশের হয়ে গোল দুটি করেন নাবিব নওয়াজ জীবন এবং মাহবুবুর রহমান সুফিল। ১৭ নভেম্বর নেপালের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি খেলবে বাংলাদেশ।