ক্যাপ্টেন কুল! স্বজন হারানোর ব্যাথা বুকে চেপে ঠান্ডা মাথায় দেশকে বিশ্বকাপ এনে দিলেন আকবর

Feb 10, 2020, 14:39 PM IST
1/5

বিশ্বকাপ খেলতে এসে দক্ষিণ আফ্রিকাতে বসেই  দুঃসংবাদটা পেয়েছিলেন বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর আলি।

2/5

গত ২২ জানুয়ারি আকবরের বড় বোন খাদিজা খাতুন যমজ সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যান। স্বজন হারানোর যন্ত্রণা বুকে চেপে লড়াই করে গিয়েছেন আকবর।

3/5

রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের মঞ্চে তো ইতিহাস গড়েছেন আকবর আলি। অধিনায়কোচিত ইনিংস খেলে দেশকে প্রথম বিশ্বকাপ এনে দিয়েছেন তিনি।

4/5

রবিবার ভারতের ১৭৮ রানের টার্গেট তাড়া করতে নেমে পর পর পর উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় বাংলাদেশ, ঠিক তখনই মাথা ঠাণ্ডা রেখে অপরাজিত ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। ম্যাচের সেরাও হয়েছেন তিনিই।

5/5

স্বজন হারানোর ব্যাথা বুকে নিয়ে  যেভাবে ঠাণ্ডা মাথায় দেশকে বিশ্বকাপ এনে দিলেন আকবর আলি তাতে অনেকেই তাঁকে 'ক্যাপ্টেন কুল' তকমা দিচ্ছেন। অধিনায়ক আকবর আলির মানসিকতার ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।