Hilsa: রাজ্যে এল বাংলাদেশের ইলিশ, বাংলাকে হাসিনা সরকারের পুজোর উপহার
রাজ্যে আসছে ২০৮০ মেট্রিক টন ইলিশ।
1/6
ইলিশ-প্রেমি বাঙালি
নিজস্ব প্রতিবেদন: কালো জিরে, বেগুন দিয়ে পাতলা ঝোলই হোক কিংবা টক বা পাতুরি। ঝালে-ঝোলে-অম্বলে ইলিশ (Hilsa) সব সময়ই বাঙালির প্রিয়। রুপোলী শস্যর স্বাদে, গন্ধে মোহিত মাছ-প্রেমিরা। প্রতি বছরই বাংলাদেশের ইলিশের (Hilsa) আশায় বুক বাঁধে পশ্চিমবঙ্গবাসী। কিন্তু হাতে মেলে খুব সামান্য়ই। এবার! এই বছর কি বাংলার বাজারে ইলিশের (Hilsa) সেই খরা কাটতে চলেছে? উত্তর, কিছুটা হলেও কাটবে।
2/6
ইলিশ এল রাজ্যে
প্রতিক্ষার অবসান! অবশেষে রাজ্যে এল বাংলাদেশের ইলিশ (Hilsa)। বুধবার রাতে বাংলাদেশ থেকে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত হয়ে ইলিশ (Hilsa) বোঝাই লরি ঢুকল এই রাজ্যে। বৃহস্পতিবার সকাল থেকে হাওড়ার পাইকারি মাছ বাজারের শুরু হয়েছে ওই ইলিশের (Hilsa) বেচাকেনা। ২০১২-তে ইলিশ রফতানি উপর নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশের শেখ হাসিনার সরকার (Sheikh Hasina)। ফলে ওপার বাংলা থেকে এপার বাংলায় ইলিশ (Hilsa) রফতানি বন্ধ ছিল। কিন্তু বাংলাদেশ সরকার দু'বছর আগে সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। ফলে এবারও পুজোর উপহার হিসাবে বাংলাদেশের ইলিশ (Hilsa) পাচ্ছে এই রাজ্য়। গত সোমবার বাংলাদেশের (Bangladesh) বাণিজ্য মন্ত্রক কলকাতায় ২০৮০ মেট্রিক টন ইলিশ (Hilsa) পাঠানোর অনুমতি দেয়। ৫২ জন মাছ এক্সপোর্টারের সাহায্যে ৪০ মেট্রিক টন মাছ এপার বাংলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
photos
TRENDING NOW
3/6
হাওড়ার বাজারে রুপোলী ফসল
4/6
বাজারে ইলিশ সংকট
5/6
আরও আরও ইলিশ
6/6
পুজোর আগে ইলিশ পসরা
photos