জরুরি খবর: ৫দিনের পর ফের ২দিনের ধর্মঘট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে

Jan 06, 2019, 17:23 PM IST
1/6

ব্যাঙ্ক অব বারোদা, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের বিলয়ের প্রতিবাদে পাঁচদিনের ধর্মঘট ডেকেছিল ব্যাঙ্ক কর্মী সংগঠনগুলির জোট  All India Bank Employees' Association (AIBEA)। এবার আবার ধর্মঘটের পথে হাঁটতে চলেছে তারা। 

2/6

রাষ্ট্রায়ত্ত ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিরুদ্ধে প্রতিবাদে সামিল হচ্ছে এআইবিইএ। ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া নির্দেশিকায় জানিয়েছে, ব্যাঙ্কিং শিল্পে একাধিক ইস্যুতে ৮ ও ৯ জানুয়ারি ধর্মঘটের ডাক দিয়েছে All India Bank Employees' Association (AlBEA) & Bank Employees Federation of India (BEFI)। 

3/6

ব্যাঙ্কিং কাজকর্ম সচল রাখার আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। বলে রাখি, গত ২০ দিনে এটা তৃতীয় ধর্মঘট। 

4/6

ফলে ইউনাইটেড ব্যাঙ্ক টাকা জমা, তোলা বা চেক ভাঙানোর থাকলে ৮ ও ৯ জানুয়ারির আগে সেরে নিন।    

5/6

নির্দিষ্ট কী কারণে ধর্মঘট, তা স্পষ্ট নয়। জানা গিয়েছে, সরকারেরর শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে ধর্মঘট ডেকেছে শ্রমিক সংগঠনগুলি। 

6/6

এর আগে ব্যাঙ্ক অব ইন্ডিয়া, বিজয়া ব্যাঙ্ক ও দেনা ব্যাঙ্কের বিলয়ের প্রতিবাদে ধর্মঘট পালন করেছিল কর্মী সংগঠনগুলি। কিন্তু তা সত্ত্বেও তা ঠেকানো যায়নি। তিনটি ব্যাঙ্ক একত্রীকরণের প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। একইসঙ্গে জানিয়ে দিয়েছে, কোনও কর্মীর চাকরি যাবে না।