লকডাউনের সুযোগ নিয়ে সীমান্ত দিয়ে ওষুধ পাচার রুখল বসিহাট মহাকুমার BSF

Jun 15, 2020, 22:18 PM IST
1/5

অধীর রায়: বসিরহাটে ভারত-বাংলাদেশ ঘোজাডাঙ্গা সীমান্তের ঘটনা। রবিবার ভোররাত, ১৫৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তরক্ষী বাহিনীরা চেকপোষ্টে তখন নিরাপত্তার দায়িত্বে ছিলেন। 

2/5

সেই সময় ইঞ্জিন ভ্যানে করে বিচুলির মধ্যে দিয়ে ৮৫০ প্যাকেট বিড়ি ১৩০ জোড়া জুতো ও সঙ্গে বেশ কয়েকজোড়া কাটুন ভিটামিন ওষুধ বাংলাদেশে নিয়ে যাচ্ছিল একদল পাচারকারি।

3/5

ঘোজাডাঙ্গা দক্ষিণ পাড়ার বাসিন্দা অজয় দাস, ননী গোপাল দাস এই দুই ব্যবসায়ী কাছে উপযুক্ত মালের অনুমতি পত্র দেখতে চায় BSF। কিন্তু মালের বৈধ্য কাগজপত্র দেখাতে পারেননি তাঁরা।

4/5

এরপর ইঞ্জিনভ্যানের মধ্যে থাকা বিচুলিগাদা সরাতেই BSF-এর চক্ষু চড়কগাছ। তারমধ্যে থেকে একে একে বেরিয়ে এ বিড়ি ,ঔষধ আর জুতো। উদ্ধার হওয়া মালপত্রের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। জানা গিয়েছে দুই ব্যবসায়ীর বাড়ি ঘোজাডাঙ্গা সীমান্তের দক্ষিণ পাড়ায়। 

5/5

BSF সূত্রের খবর, এই মাল বাংলাদেশে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল ব্যবসায়ীরা। তাঁদের কাছে কোনও বৈধ নথিপত্র ছিলনা বিড়ি ঔষধ জুতো এগুলোকে বাজেয়াপ্ত  করা হয়েছে। ওই দুই ব্যবসায়ীকে আটক করেছে বিএসএফ।