অমিত সভার আগে সমর্থকদের নিরামিষ খাইয়ে ছাড়ল বিজেপি

Aug 10, 2018, 22:39 PM IST
1/8

amit rally

শনিবার কলকাতায় অমিত শাহের সভায় কোনও খামতি রাখতে চাইছে না বঙ্গ বিজেপি। ওইদিনই রাজ্যজুড়ে অসমের নাগরিকপঞ্জির বিরোধিতায় রাস্তা রোকোর ডাক দিয়েছে তৃণমূল। তাই কোনও ঝুঁকি না নিয়ে আগেরদিনই কর্মী-সমর্থকদের কলকাতায় নিয়ে চলে এল বিজেপি।

শনিবার কলকাতায় অমিত শাহের সভায় কোনও খামতি রাখতে চাইছে না বঙ্গ বিজেপি। ওইদিনই রাজ্যজুড়ে অসমের নাগরিকপঞ্জির বিরোধিতায় রাস্তা রোকোর ডাক দিয়েছে তৃণমূল। তাই কোনও ঝুঁকি না নিয়ে আগেরদিনই কর্মী-সমর্থকদের কলকাতায় নিয়ে চলে এল বিজেপি। 

2/8

bjp9

উত্তরবঙ্গের কর্মীসমর্থকদের সভার আগের দিনই উজিয়ে আনা হয়েছে কলকাতায়।

উত্তরবঙ্গের কর্মীসমর্থকদের সভার আগের দিনই উজিয়ে আনা হয়েছে কলকাতায়। 

3/8

bjp8

বিভিন্ন ধর্মশালায় থাকছেন কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে আগত কর্মী-সমর্থকরা।

বিভিন্ন ধর্মশালায় থাকছেন কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে আগত কর্মী-সমর্থকরা। 

4/8

bjp7

বিজেপি সূত্রে খবর, প্রায় ৭ হাজার সমর্থক এসেছেন কলকাতায়। তাঁদের রাখা হয়েছে শহরের বিভিন্ন ধর্মশালায়।

বিজেপি সূত্রে খবর, প্রায় ৭ হাজার সমর্থক এসেছেন কলকাতায়। তাঁদের রাখা হয়েছে শহরের বিভিন্ন ধর্মশালায়।   

5/8

bjp5

তবে রান্না হচ্ছে জোড়াবাগানের বিনানি ধর্মশালায়। তৃণমূলের মতো আমিষ নয়, বরং নিরামিষ খাবারেই রসনাতৃপ্তি করবেন বিজেপি সমর্থকরা।

তবে রান্না হচ্ছে জোড়াবাগানের বিনানি ধর্মশালায়। তৃণমূলের মতো আমিষ নয়, বরং নিরামিষ খাবারেই রসনাতৃপ্তি করবেন বিজেপি সমর্থকরা। 

6/8

bjp3

বাঙালির পাতে মাছ না হলে চলে না। তবে গোবলয়ের দল বিজেপির অনুষ্ঠানে নিরামিষ খাবারই থাকে। বাংলাতেও তার অন্যথা নেই।

বাঙালির পাতে মাছ না হলে চলে না। তবে গোবলয়ের দল বিজেপির অনুষ্ঠানে নিরামিষ খাবারই থাকে। বাংলাতেও তার অন্যথা নেই। 

7/8

bjp2

কিন্তু, আমিষভোজী বাঙালির মুখে কি আদৌ নিরামিষ ভাল লাগে? বাঙালির দল হতে গেলে তো মাছের ঝোল-ভাত মাস্ট।

কিন্তু, আমিষভোজী বাঙালির মুখে কি আদৌ নিরামিষ ভাল লাগে? বাঙালির দল হতে গেলে তো মাছের ঝোল-ভাত মাস্ট, বলছেন অনেকেই। 

8/8

bjp1

নিন্দুকরা অবশ্য বলছেন, বাঙালি রাম নাম করানোর পর এবার নিরামিষেও অভ্যস্ত করে তুলতে চাইছেন অমিত শাহরা। তবে নিরামিষ খেলে শেষমেশ বিদ্রোহ করে বসবে বাঙালির জ্বিহা।

নিন্দুকরা অবশ্য বলছেন, বাঙালিকে রাম নাম করানোর পর এবার নিরামিষেও অভ্যস্ত করে তুলতে চাইছেন অমিত শাহরা। তবে নিরামিষ খেলে শেষমেশ না বিদ্রোহ করে বসে বাঙালির জ্বিহা।