বিভিন্ন ধর্মশালায় থাকছেন কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর থেকে আগত কর্মী-সমর্থকরা।
4/8
bjp7
বিজেপি সূত্রে খবর, প্রায় ৭ হাজার সমর্থক এসেছেন কলকাতায়। তাঁদের রাখা হয়েছে শহরের বিভিন্ন ধর্মশালায়।
5/8
bjp5
তবে রান্না হচ্ছে জোড়াবাগানের বিনানি ধর্মশালায়। তৃণমূলের মতো আমিষ নয়, বরং নিরামিষ খাবারেই রসনাতৃপ্তি করবেন বিজেপি সমর্থকরা।
6/8
bjp3
বাঙালির পাতে মাছ না হলে চলে না। তবে গোবলয়ের দল বিজেপির অনুষ্ঠানে নিরামিষ খাবারই থাকে। বাংলাতেও তার অন্যথা নেই।
7/8
bjp2
কিন্তু, আমিষভোজী বাঙালির মুখে কি আদৌ নিরামিষ ভাল লাগে? বাঙালির দল হতে গেলে তো মাছের ঝোল-ভাত মাস্ট, বলছেন অনেকেই।
8/8
bjp1
নিন্দুকরা অবশ্য বলছেন, বাঙালিকে রাম নাম করানোর পর এবার নিরামিষেও অভ্যস্ত করে তুলতে চাইছেন অমিত শাহরা। তবে নিরামিষ খেলে শেষমেশ না বিদ্রোহ করে বসে বাঙালির জ্বিহা।