একদিনে একটাও পজিটিভ কেস নেই বেজিংয়ে, কীভাবে সম্ভব হলো জানালো চিন

Jul 07, 2020, 19:20 PM IST
1/5

চিনের রাজধানী বেজিংয়ে নিয়ন্ত্রণে করোনাভাইরাস। এমনই দাবি সেখানকার স্বাস্থ্য দফতরের। আর তার প্রমাণস্বরূপ তাদের দাবি গত ২৪ ঘণ্টায় একজনও করোনা আক্রান্তের হদিশ মেলেনি দেশের রাজধানীতে।   

2/5

যদিও করোনা পজিটিভের একটি কেস মিলেছে বলে জানিয়েছে বেজিং। কিন্তু চিনে করোনা টেস্টে পজিটিভ এলেও অ্যাসিম্পটম্যাটিক হলে তাকে করোনা আক্রান্তের সংখ্যায় গণ্য করা হয় না।   

3/5

চিনা সরকারের দাবি ১১ জুন থেকে বেজিংয়ের ১ কোটি ১ লক্ষেরও বেশি ব্যক্তির টেস্টিং করা হয়েছে। তাই করোনা মোকাবিলায় যথেষ্ট তত্পর বেজিং প্রশাসন।  

4/5

জুন মাস থেকেই রোদে লাইন দিয়ে টেস্টিং সেন্টারে নমুনা জমা দেন বেজিংবাসী। তার সুফল মিলেছে বলে দাবি কর্তৃপক্ষের।  

5/5

ধীরে ধীরে বেজিংয়ে লঘু হচ্ছে লকডাউন। 'লো রিস্ক' এলাকাগুলিতে আবার বাধাহীনভাবে চলাচল করতে অনুমতি দেওয়া হয়েছে।