কোহলির রাজত্বে থাবা বসালেন বেন স্টোকস, ঘোচালেন ইংল্যান্ডের ১৫ বছরের খরা

Apr 08, 2020, 18:29 PM IST
1/5

উইজডেনে স্টোকস

উইজডেনে স্টোকস

উইজডেন অ্যালমানাক—এর চলতি বছরের শীর্ষ ক্রিকেটার হিসাবে নাম উঠেছে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসের। শেষবার ২০০৫ সালে শেষবার ইংল্যান্ডের অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের নাম উঠেছি এই তালিকায়।

2/5

উইজডেনে স্টোকস

উইজডেনে স্টোকস

উইজডেন—এর এবারের সংস্করণে যে স্টোকস সেরা হবেন তা একপ্রকার নিশ্চিত ছিল। কারণ, বিশ্বকাপের ফাইনালে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন তিনি।

3/5

উইজডেনে স্টোকস

উইজডেনে স্টোকস

২০১৭, ২০১৮ এবং ২০১৯— টানা তিন বছর উইজডেন—এর সংস্করণে সেরা ক্রিকেটার হয়েছিলেন কোহলি। কিন্তু এবার তাঁকে সিংহাসনচ্যুত করলেন স্টোকস।

4/5

উইজডেনে স্টোকস

উইজডেনে স্টোকস

বিশ্বকাপ জয়ের পর অ্যাসেজ সিরিজের হেডিংলি টেস্টে প্রায় একা হাতে ইংল্যান্ডকে জিতিয়েছিলেন স্টোকস। ১৩৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

5/5

উইজডেনে স্টোকস

উইজডেনে স্টোকস

শেষবারও এক ইংরেজ অলরাউন্ডারের নাম উঠেছিল উইজডেন সংস্করণে। এবার ফের ইংল্যান্ডের অলরাউন্ডার পেলেন এই সম্মান। চলতি মরশুমে অসাধারণ ফর্মে রয়েছেন স্টোকস।