Bengal Election 2021 : 'সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে', জোড় হাতে ভোট প্রার্থনা যশের

Mar 17, 2021, 11:19 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ডানকুনি চামুণ্ডা মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন চন্ডীতলা বিজেপির তারকা প্রার্থী যশ দাশগুপ্ত। সকালে পুজো দিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলাপচারিতা সেরে নেন যশ।

2/6

এরপর ডানকুনি স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দাদের সঙ্গে জনসংযোগ করেন। উৎসাহীদের সেল্ফি তোলেন, অটোগ্রাফ দেন তাঁদের।

3/6

বড়দের প্রনাম করতেও দেখা যায় তারকাকে। ডানকুনি পুরসভার ৮ ও ১৬ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে হাত জোর করে ভোট প্রার্থনা করেন যশ।  

4/6

বিজেপির তারকা প্রার্থী বলেন, 'আমি বিনোদন জগতের লোক। এখন রাজনীতির ময়দানে এসেছি। মানুষকে বিনোদন করা আর মানুষের পাশে থেকে কাজ করা এক জিনিস না'।

5/6

তার কথায়, 'আমি হাসপাতাল স্কুল সহ চন্ডীতলার সামগ্রিক উন্নয়ন করতে চাই। রাজ্যে শিল্পের দরকার। কাজের অভাবে যুবকরা ভিন রাজ্যে যেতে বাধ্য হচ্ছে'।

6/6

তিনি আরও বলেন, 'সবাই বলছে খেলা হবে, কেউ বলছে না কাজ হবে, কোনো ব্যাক্তিগত কাদা ছোঁড়াছুড়ি না করে মানুষের কাছে গিয়ে আমরা কি করতে পারি সেটা আপনাদের বলার চেষ্টা করছি'।