Bengal Weather Update: পুজোর মুখে নেই ভারী বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ

Sep 26, 2022, 11:51 AM IST
1/5

বৃষ্টি হবে না পুজোর আগে

বৃষ্টি হবে না পুজোর আগে

রাজ্যে আপাতত আর কোনো সিস্টেম নেই। তাই পুজোর মুখে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উত্তর বঙ্গে আরও 48 ঘন্টা বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি। মাঝে মাঝে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে।

2/5

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। সারাদিন আর্দ্রতাজনিত অস্বস্তি এবং ঘাম থাকবে শহরে।

3/5

কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা

কলকাতায় দিনের তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি। কাল রাতের তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি। আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। বৃষ্টি হয়নি শহরে। 

4/5

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গে দিন এবং রাতের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কিছু জেলায়। ঘর্মাক্ত পরিস্থিতি থাকবে এলাকা জুড়ে।  

5/5

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ,আলিপুরদুয়ারে কাল পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টি হতে পারে। দিনের এবং রাতের তাপমাত্রা আগামী তিন থেকে চারদিনে খুব একটা পরিবর্তন হবে না।