অভিনয়ের পাশাপাশি এবার মন ভাল রাখার দায়িত্ব নিলেন Rituparna Sengupta

Aug 14, 2021, 18:23 PM IST
1/7

মানুষের পাশে Rituparna Sengupta

করোনা পরিস্থিতিতে প্রচুর মানুষ ঘরবন্দি, অনেকে আবার চাকরিও হারিয়েছেন, ছোটরা তাঁদের স্কুল, কলেজ, খেলা স্বাভাবিক জীবন থেকে বঞ্চিত। এই পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে, তাঁদের মন ভাল করার দায়িত্ব নিয়েছেন অভিনেতা  Rituparna Sengupta।     

2/7

মানুষকে আশার বার্তা দিতে চান তিনি

এই শোয়ের মাধ্যমে  মানুষকে আশার বার্তা দিতে চান তিনি। এই শোটি Colors Tv চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে।   

3/7

Rituparna Sengupta এর নতুন টেলিভিশন শো ' Rishta'

Rituparna Sengupta এর নতুন হিন্দি ও ইংরেজী টেলিভিশন শো ' Rishta'।

4/7

শোয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে পৌঁছবেন

'Rishta' Tv Show তাঁর মনের খুব কাছের, কারণ এই শোয়ের মাধ্যমে তিনি দর্শকদের মনে পৌঁছবেন। 

5/7

নিজের সোশ্যাল সাইটের মাধ্যমে মানুষকে মোটিভেট করার চেষ্টা করেছেন

Rituparna  জানান, ' Rishta'  শোয়ের মাধ্যমে তিনি দর্শকদের মোটিভেট করবেন ও পজিটিভিটি দেবেন। তিনি আরও বলেন, গত বছর থেকেই এই পরিস্থিতিতে নিজের সোশ্যাল সাইটের মাধ্যমে মানুষকে মোটিভেট করার চেষ্টা করেছেন। 

6/7

তিনি এই শোয়ের জন্য অনেকটা আগ্রহী

 Rituparna আরও বলেন, তিনি এই শোয়ের মাধ্যমে প্রত্যেকের ব্যক্তিগত সম্পর্ককে উন্নত করতে চান, সেটা গান, নাচ অথবা যেকোনও মাধ্যমের দ্বারাই সম্পর্কের বন্ধন রাখতে চান। তিনি এই শোয়ের জন্য অনেকটা আগ্রহী। 

7/7

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই শো

'Rishta' TV Show তে হোস্ট হিসেবে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এই শো। চলতি মাসের শুরু থেকেই এই শো সম্প্রচারিত শুরু হয়ে গিয়েছে।