অটো এক্সপো ২০১৮: দেখে নিন গাড়ি মেলার সেরা মোটরবাইকগুলি
দিল্লিতে চলছে অটো এক্সপো ২০১৮। আর তাতে নিজেদের সেরাটা তুলে ধরেছে বিশ্বের তাবড় সংস্থা। নানা রকম বাহনের ভিড়ে আলাদা করে নজর কেড়েছে মোটরসাইকেলের সম্ভার। নতুন লঞ্চ হোক বা কনসেপ্ট, সবেতেই নতুনের ছোঁয়া এই বিভাগে। এক নজরে দেখে নিন এবারের অটো এক্সপোয় সেরা বাইকগুলি।
দিল্লিতে চলছে অটো এক্সপো ২০১৮। আর তাতে নিজেদের সেরাটা তুলে ধরেছে বিশ্বের তাবড় সংস্থা। নানা রকম বাহনের ভিড়ে আলাদা করে নজর কেড়েছে মোটরসাইকেলের সম্ভার। নতুন লঞ্চ হোক বা কনসেপ্ট, সবেতেই নতুনের ছোঁয়া এই বিভাগে। এক নজরে দেখে নিন এবারের অটো এক্সপোয় সেরা বাইকগুলি।
1/6
2/6
SUZUKI GSX-S750 সুজুকির প্যাভেলিয়নে দেখা মিলেছে GSX-S750 বাইকটির। নতুন এই বাইকে রয়েছে ৭৪৯ সিসি ফোর সিলিন্ডার অয়েল কুলড ইঞ্জিন। সঙ্গে রয়েছে ছয় স্পিড গিয়ারবক্স। সঙ্গে রয়েছে গতিপ্রেমীদের উত্তেজিত করার মতো যাবতীয় উপকরণ। রয়েছে ৩ মোড ট্র্যাকশন কন্ট্রোল। খুব তাড়াতাড়ি নতুন এই বাইক লঞ্চ করতে পারে সুজুকি।
photos
TRENDING NOW
3/6
APRILIA TUONO/RS 150 নিরাশ করেনি ভারতে আপাত নতুন ব্র্যান্ড এপ্রিলিয়া-ও। তুয়োনো ভি৪ ও RSV4-এর কম ক্ষমতাসম্পন্ন ভার্সন প্রকাশ্যে এনেছে তারা। RS150 ও তুয়োনো ১৫০ বহু বাইকপ্রেমীর নজর কে়ড়েছে। দু'টি বাইকেই রয়েছে ১৫০ সিসি লিকুইড কুলড ইঞ্জিন। যা থেকে মেলে ১৮ অশ্বশক্তি ক্ষমতা ও ১৪ নিউটরমিটার টর্ক। তবে এপ্রিলিয়া কবে বাইকদু'টি লঞ্চ করে সেটাই দেখার।
4/6
5/6
UM RENEGADE DUTY এবারের গাড়ি মেলায় চমকে দিয়েছে মার্কিন বাইকনির্মাতা রেনেগেড। বিশ্বের প্রথম ব্যাটারিচালিত ক্রুজার লঞ্চ করে সবাইকে চমকে দিয়েছে তারা। সঙ্গে এনেছে আরও দু'টি ক্রুজার। ডিউটি এস ও ডিউটি এইস নামে এই দুই ক্রুজারে রয়েছে ২২৩ সিসি ইঞ্জিন। যা থেকে মেলে ১৭ অশ্বশক্তি ক্ষমতা। ১.১০ লক্ষ টাকা (এক্স-শোরুম, দিল্লি) দামে মিলতে পারে এই বাইক।
6/6
photos