ডেঙ্গু থেকে সাবধান! মশা তাড়াতে নিম, রসুন সহযোগে ৫টি প্রাকৃতিক উপায়
Jun 30, 2021, 18:56 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: করোনার জন্য ডেঙ্গুর কথা ভুললে চলবে না। বর্ষাকাল চলছে, ধীরে ধীরে বাড়বে মশার উপদ্রব। গন্ধযুক্ত ধূপ বা মশার ওষুধে অনেকেরই শ্বাসকষ্ট হয়, দেখা দেয় ত্বকের সমস্যাও। তাই জেনে নিন মশা তাড়ানোর ৫টি প্রাকৃতিক উপায়।
2/6
১. মশা তাড়াতে অসাধারণ কাজ করে নিম তেল। নিমের গন্ধে দূরে থাকে মশা। তাই নিম তেল ও নারকেল তেলের মিশ্রণ সারা শরীরে লাগিয়ে নিলে মশার কামড় থেকে রেহাই পাবেন।
photos
TRENDING NOW
3/6
২. নিমের মতোই প্রয়োজনীয় তুলসিও। শোওয়ার ঘরের জানলার বাইরে যদি তুলসি গাছ লাগান তবে অবশ্যই ঘরে ঢুকবে না মশা। আপানর ঘুম হবে শান্তির।
4/6
৩. মশা দূরে রাখার জন্য অব্যর্থ লেবু তেল ও ইউক্যালিপটাস তেলের মিশ্রণও। এই মিশ্রণ শরীরে লাগালে মশাতো কামড়াবেই না, সংক্রমণের হাত থেকেও রেহাই পাবেন।
5/6
৪. মশা মারার ওষুধ বা ধূপে থাকে কর্পূর। এই কর্পূর মশা তাড়াতে অব্যর্থ। মশা দূরে রাখতে তাই বন্ধ ঘরে কর্পূর জ্বালান।
6/6
৫. রসুন থেকে শতহস্ত দূরে থাকে মশা। কয়েক কোয়া রসুন জলে ফুটিয়ে নিন। এবার এই জল সারা ঘরে ছিটিয়ে দিলে মশা থাকবে দূরে।