ইশা আনন্দের বিয়ের অনুষ্ঠানে হাজির বিয়ন্সে! বিশ্বাসই করছেন না ভক্তরা

Dec 09, 2018, 18:08 PM IST
1/10

ইশা আম্বনি ও আনন্দ পিরামলের বিয়ের অনুষ্ঠান বলে কথা। তাই তাতে চমক থাকবে সেটাই স্বাভাবিক। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

2/10

রাজস্থানের উদয়পুরে শনিবার থেকে শুরু হয়ে ইশা-আনন্দের সঙ্গীত সেরিমনির অনুষ্ঠান। যেখানে সেলিব্রেশনে হাজির হতে রবিবার মুম্বইতে এলেন আন্তর্জাতিক স্তরের এই তারকা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

3/10

জানা যাচ্ছে ইশা বিয়ে উপলক্ষ্যে শুরু হওয়ার এই সেলিব্রেশনে গান গাইবেন হলিউডের এই গায়িকা। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

4/10

জানা যাচ্ছে আম্বানি কন্যা বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য বিয়ন্সে নিচ্ছেন ২ মিলিয়ান ডলার যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় ১৫ কোটি টাকা  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

5/10

গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এই তারকার ভারতে এসে ইশা বিয়েতে গান গাওয়ার কথা নিঃসন্দেহে বড় চমক বলেই মনে করছেন সকলে। 

6/10

রবিবার মুম্বই থেকে সোজা উদয়পুরে পৌঁছন বিয়ন্সে।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

7/10

এদিন বিয়ন্সের সঙ্গে ছিলেন তাঁর মা টিনা নোলেস লাসন। (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

8/10

ঠোটে লাল লিপস্টিক আর নীল জাম্প স্যুট পরে বিমানবন্দরে নামেন বিয়ন্সে। 

9/10

জানা যাচ্ছে বিয়ন্সের গানের সঙ্গে পারফর্ম করবে ৬০ জনের একটি ডান্স ট্রুপ।  (ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম)

10/10

এদিকে বিয়ন্সে ভারতে এসে ইশা-আনন্দের সঙ্গীতের অনুষ্ঠানে গান গাইবেন একথা কিছুতেই বিশ্বাস করতে পারছেন না ভক্তরা।