BGT 2023: কে এল রাহুলকে ছেঁটে কি শুভমন সুযোগ দেওয়া হবে? ছবিতে দেখুন টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্রথম একাদশ

ফর্ম হারানো সহ অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) বদলে কি শুভমন গিলকে (Shubman Gill) ক্রিজে দেখা যাবে? সিরিজের তৃতীয় টেস্টে শুরু হওয়ার আগে দেখে নিন 'মেন ইন ব্লু' ব্রিগেডের সম্ভাব্য প্রথম একাদশ। 

| Feb 28, 2023, 16:34 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোহিত শর্মা (Rohit Sharma) নিজের মুখে স্বীকার করবেন না। তবে টিম ইন্ডিয়ার (Team India) লক্ষ্য যে ফের একবার বিশ্ব টেস্ট ফাইনাল (ICC World Test Championship Final 2023) খেলা, সেটা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এমন আবহে চলতি বর্ডার গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) ইতিমধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে আছে ভারতীয় দল। এমন প্রেক্ষাপটে ১ মার্চ থেকে ইন্দোরের (Indore) হোলকার স্টেডিয়ামে (Holkar Stadium) স্টিভ স্মিথের (Steve Smith) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে নামবে 'মেন ইন ব্লু' ব্রিগেড। মেগা ফাইনালে যাওয়ার আগে রোহিতের সঙ্গে কে ওপেন করবেন? ফর্ম হারানো সহ অধিনায়ক কে এল রাহুলের (KL Rahul) বদলে কি শুভমন গিলকে (Shubman Gill) ক্রিজে দেখা যাবে? সিরিজের তৃতীয় টেস্টে শুরু হওয়ার আগে দেখে নিন 'মেন ইন ব্লু' ব্রিগেডের সম্ভাব্য প্রথম একাদশ। 

 

1/12

রোহিত শর্মা

Rohit Sharma

নাগপুরে শতরান করার পর দিল্লিতেও রান পেয়েছিলেন দলের অধিনায়ক। তিনি প্রথম একাদশে অটোমেটিক চয়েস। ছবি: বিসিসিআই   

2/12

কে এল রাহুল

KL Rahul

২০২১ সালে দক্ষিণ সফরে গিয়ে সেঞ্চুরিয়ান টেস্টে ১২৩ রান করেছিলেন কে এল রাহুল। এরপর থেকে তাঁর ব্যাট শান্ত। এরপর থেকে ৬টি টেস্টের ১২ ইনিংসে তাঁর ব্যাট শান্ত থেকেছে। এহেন কে এল রাহুল কি পরের টেস্টের দলে থাকবেন? উঠছে প্রশ্ন। ছবি: বিসিসিআই    

3/12

শুভমন গিল

Shubman Gill

সব ফরম্যাটে রানের মধ্যে আছেন এই তরুণ। চলতি বছরের শুরু থেকে দারুণ ছন্দে রয়েছেন শুভমন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ২০৮ রান করার পর, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচে করেছিলেন অপরাজিত ১২৬। এহেন শুভমন কি রোহিতের সঙ্গে ওপেন করবেন? সেটাই দেখার। ছবি: বিসিসিআই    

4/12

চেতেশ্বর পূজারা

Cheteshwar Pujara

দিল্লিতে আয়োজিত সিরিজের দ্বিতীয় ম্যাচ ছিল তাঁর কেরিয়ারের শততম টেস্ট। এখনও পর্যন্ত চলতি সিরিজে 'চে পুজারা'-রাও বড় রান পাননি। তবুও তাঁকে ছাড়া দল গড়া সম্ভব নয়। ছবি: বিসিসিআই    

5/12

বিরাট কোহলি

Virat Kohli

তিন বছর ধরে টেস্ট ক্রিকেটে শতরানের মুখ দেখেননি। এমনকি চলতি সিরিজেও ভাঙাচোরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও বড় রানের মুখ দেখেননি। পূজারার মতো বিরাটকে ছাড়াও প্রথম একাদশের বাইরে রাখা অসম্ভব। ছবি: বিসিসিআই 

6/12

শ্রেয়স আইয়ার

Shreyas Iyer

দিল্লি টেস্টে সুযোগ পেলেও আহামরি পারফরম্যান্স করতে পারেননি। তবুও তাঁকে ফের একবার সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ছবি: বিসিসিআই   

7/12

কোনা শ্রীকর ভরত

KS Bharat

ব্যাটে বড় রান না পেলেও, কিপিং-এ নজর কেড়েছেন এই তরুণ। তাই দলে ঈশান কিশান থাকলেও, কোনা শ্রীকর ভরতের খেলার সম্ভাবনাই প্রবল। ছবি: বিসিসিআই 

8/12

রবিচন্দ্রন অশ্বিন

Ravichandran Ashwin

বিরাট-পূজারার মতো অশ্বিনও অটোমেটিক চয়েস। চলতি সিরিজে এখনও পর্যন্ত ১৪টি উইকেট তুলে নিয়েছেন এই অভিজ্ঞ অফ স্পিনার। সঙ্গে লোয়ার অর্ডারে নেমে রান করছেন। তাই অশ্বিনের ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছে হোলকার স্টেডিয়াম। ছবি: বিসিসিআই 

9/12

রবীন্দ্র জাদেজা

Ravindra Jadeja

পাঁচ মাস পর মাঠে নেমে গত দুটি টেস্টে ম্যাচের সেরা হয়েছেন জাদেজা। প্রথম টেস্টে দুই ইনিংসে ৮১ রানে ৭ উইকেট নেওয়ার পর চাপের মুখে করেছিলেন ৭০ রান। দিল্লিতেও দাপট দেখান 'স্যর জাদেজা'। দুই ইনিংসে মোট ১৪০ রানে ১০ উইকেট নেওয়ার পর করেছিলেন ২৬ রান। তাই জাড্ডুকে ছাড়া দল গড়া সম্ভব নয়। ছবি: বিসিসিআই 

10/12

অক্ষর প্যাটেল

Axar Patel

অশ্বিন ও জাদেজার দাপটে গত দুটি টেস্টে মাত্র ১ উইকেট পেয়েছেন। তবে তাতে কি, মোক্ষম সময় বিপক্ষকে পিটিয়ে রান করেছেন অক্ষর। প্রথম টেস্টে ৮৪ রানের পর গত ম্যাচে করেছিলেন ৭৪ রান। তাই কুলদীপ যাদবের এই টেস্টে খেলার সম্ভাবনা খুবই কম। ছবি: বিসিসিআই 

11/12

মহম্মদ শামি

Mohammed Shami

স্পিন পিচেও আগুনে বোলিং করছেন 'সহেসপুর এক্সপ্রেস'। চলতি সিরিজে এখনও পর্যন্ত ৭টি উইকেট নিয়ে অজি ব্যাটারদের কাঁপুনি ধরিয়েছেন মহম্মদ শামি। তিনি এবার তৃতীয় টেস্টের জন্যও তৈরি। ছবি: বিসিসিআই 

12/12

মহম্মদ সিরাজ

Mohammed Siraj

চলতি সিরিজে একাধিক উইকেট না পেলেও দলকে ভালো সার্ভিস দিচ্ছেন। ফলে উমেশ যাদবের মতো সিনিয়র বোলারের অপেক্ষা বাড়ছে। তৃতীয় টেস্টেও হেড কোচ রাহুল দ্রাবিড় সম্ভবত সিরাজের উপরেই ভরসা রাখবেন। ছবি: বিসিসিআই