প্রজাতন্ত্র দিবসে রাফাল প্রদর্শনে থাকবেন প্রথম মহিলা ফাইটার জেট চালক

Jan 19, 2021, 11:59 AM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: ভারতীয় বিমান বাহিনীতে যে ৩ মহিলা ফাইটার জেট চালকের পদে নিয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে ভাবনা কান্থ থাকবেন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে। 

2/6

রাফাল প্রদর্শন করা হবে প্রজাতন্ত্র দিবসে। ভারতীয় বিমান বাহিনীর বিশেষ ট্যাবলোর অংশ থাকবেন তিনি। যার মূল উদ্দেশ্য মেক ইন ইন্ডিয়ার আদর্শ তুলে ধরা। 

3/6

ভাবনা জানিয়েছেন, তিনি ছোট বেলায় টিভিতে দেখতেন  প্রজাতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজ। কোনও দিনই মিস করেননি। সেই কুচকাওয়াজে আজ তিনি অংশ নিতে চলেছেন।  

4/6

তিনি আরও বলেন,  'রাফাল বা সুখোইয়ের মতো ফাইটার জেট চালাতে দিলেও আমি ভীষণ খুশি হব'।

5/6

প্রজাতন্ত্র দিবসে প্রথমবার ভারতের আকাশে উড়বে রাফাল। ভাবনা কান্থের বয়স ২৮। বিহারের বেগুসড়াইয়ের বাসিন্দা। ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিতে নিতেই ন্যাশেনাল ডিফেন্স অ্যাকাডেমিতে(National Defence Academy)ভর্তি হন। 

6/6

তখন সেখানে মহিলা কেউ ছিল না। পরবর্তীকালে বিএমএস কলেজ থেকে মেডিক্যাল ইলেকট্রনিক্সে ইঞ্জিনিয়ারিং করেন ভাবনা। এরপর Indian Air Force(IAF) যোগ দেন।