পাকাপাকি নিষিদ্ধ হতে চলেছে Bitcoin, তৈরি হবে ভারতীয় ক্রিপ্টোকারেন্সি

Mar 16, 2021, 13:22 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: Bitcoin- ভারতে নিষিদ্ধ আছে। কিন্তু তার জন্য কোনও আইন ছিল না। এবার আইনের জালে বাঁধা হবে বিটকয়েনকে। বিটকয়েন মারফত যদি লেনদেন হয় তাহলে ফৌজিদারি  মামলায় গণ্য হবে অপরাধ।   

2/6

মঙ্গলবার, মুখ থুবড়ে পড়ে বিটকয়েনের দাম। যার পিছনে অন্যতম কারণ হিসেবে মনে করা হচ্ছে আইন করে ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধ করার খবর।

3/6

শনিবার ক্রিপ্টোকারেন্সির দাম উঠেছিল ৬১,৭৮১.৮৩ ডলারে। কিন্তু সেখান থেকে ৫.৩ শতাংশ পড়ে যায় বিটকয়েনের দাম। 

4/6

 এশিয়ার তৃতীয় বৃহৎ অর্থনৈতিক দেশে পাকাপাকি ভাবে ক্রিপ্টোকারেন্সি বন্ধ করতে বিল আনতে চলেছে কেন্দ্র। 

5/6

২০১৯ সালে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছিল, ভারতে নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারে। গত ফেব্রুয়ারি মাসে বছরে প্রায় ৪০ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম।

6/6

আইন পাশ হলে ভারতে বিটকয়েন মারফত কেনাবেচার করলেই প্রমাণ মিললে তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।