ইডেন থেকে ইমরানের ছবি সরানোর দাবিতে বিক্ষোভ দেখাবে বিজেপি

Feb 22, 2019, 18:32 PM IST
1/5

অঞ্জন রায়: ভারতের বিভিন্ন স্টেডিয়াম থেকে সরিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি। তবে ইডেনে এখনও জ্বলজ্বল করছেন ৯২ সালের বিশ্বকাপ হাতে তত্কালীন অধিনায়ক ইমরান খান।   

2/5

ইডেনে ইমরান খানের ছবি সরানোর দাবি তুলেছে বিজেপি। শনিবার ইডেনের সামনে বিক্ষোভ প্রদর্শনের কথা ঘোষণা করেছেন দিলীপ ঘোষ।   

3/5

বুধবার ইমরান খানের ছবি সরানোর প্রসঙ্গে নবান্নে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই প্রশ্নে বিদেশমন্ত্রকের কোর্টে বল ঠেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ''এটা বিতর্কিত বিষয়। বিদেশমন্ত্রক কিছু বলেনি। নির্দেশিকা না আসলে কিছু বলব না''।    

4/5

শুক্রবার সাংবাদিক বৈঠকে দিলীপ ঘোষ বলেন, ''ইমরান খান বিখ্যাত ক্রিকেটার। বহু জায়গায় ছবি রয়েছে তাঁর। ভারতের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানি ক্রিকেটারদের ছবি সরানো হয়েছে। ইডেনে রামিজ রাজা, ইমরান খানের ছবি রয়েছে। ছোটরা যাতে প্রেরণা পান, সে কারণে রাখা হয়েছে। কিন্তু দেশের বিরুদ্ধে যারা, তাদের ছবি রাখা যাবে না''।   

5/5

জানা গিয়েছে, শনিবার ইডেনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে বিজেপির যুব শাখা।