‘বিজেপি এখন ওয়ান-ম্যান শো, টু-মেন আর্মি’

Dec 30, 2018, 16:07 PM IST
1/6

s 6

s 6

দলের সঙ্গে বহুদিন ধরেই ঠিকঠাক বনিবনা নেই শত্রুঘ্ন সিনহার। গত বিহার বিধানসভা নির্বাচনের প্রচারেও তাঁর ডাকেনি দল। বিজেপিতেই রয়েছেন অথচ দলের সমালোচনা করতে কখনও পিছপা হননি। সম্প্রতি বললেন, ‘প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে আমার কোনও ব্যক্তিগত শত্রুতা নেই। আমি কেবল দলের নেতাদের সামনে একটা আয়না ধরি।‘ দল সম্পর্কে এবার আরও কড়া কথা বললেন বিহারিবাবু।

2/6

S 5

S 5

হিন্দি বলয়ের তিন রাজ্যে হার প্রসঙ্গে সম্প্রতি এক সর্বভারতীয় দৈনিকে শত্রুঘ্ন বলেন, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছাত্তীসগড়ে বিজেপি হেরেছে। মিজোরাম ও তেলেঙ্গানায় খুবই খারাপ ফল করেছে দল। ফলে এই ফলাফলকে বিজেপির বিরুদ্ধে ৫-০ হয়েছে বলা উচিত।

3/6

S 4

S 4

প্রধানমন্ত্রী সম্পর্কে শত্রুঘ্ন বলেন, কোনও ব্যক্তিগত শত্রুতা মোদীর বিরুদ্ধে আমার নেই। গত ৫৫ মাসে দল সাধারণ মানুষের জন্য খুব কম কাজই করেছে। নোট বাতিল ও জিএসটি চালু ফলে সাধারণ মানুষের প্রচুর ক্ষতি হয়েছে।

4/6

S 3

S 3

তিন রাজ্যে হারের জন্য মোদী কি কোনওভাবে দায়ি? শত্রুঘ্ন বলেন, ক্যাপ্টেনের জন্য যদি তালি বাজানো হয় তাহলে গালিও তাঁরই জন্যই।

5/6

S 2

S 2

বিজেপি এখন ও ওয়ান-ম্যান শো আর টু-মেন আর্মি।

6/6

s 1

s 1

দল টিকিট দিলে কি তা গ্রহণ করবেন? শত্রুঘ্ন বলেন, এভাবে না ভেবে ভাবুন, টিকিট দিলে শত্রুঘ্ন তা নেবে কিনা?