জেডিইউ নেতাদের মন্ত্রিসভায় স্থান দেননি মোদী, পাল্টা দিলেন নীতীশ কুমার
Jun 02, 2019, 14:24 PM IST
1/7
s 7
নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় দুই জেডিইউ নেতাকে স্থান দেওয়া নিয়ে সংঘাত তৈরি হয়ে গিয়েছিল দুই শিবিরের মধ্যে। তবে সম্পর্কের বরফ গলল নীতীশ কুমারের একটি মন্তব্যে।
2/7
s 6
বিহারের মুখ্যমন্ত্রী বলেন, মন্ত্রীপদ না দেওয়াটা বড় কোনও ইস্যু নয়। এনডিএর সঙ্গেই রয়েছি। হতাশ হওয়ার কোনও কিছু ঘটেনি। আমরা একসঙ্গেই কাজ করছি।
photos
TRENDING NOW
3/7
S 5
এনডিএ জোটের দুই সদস্য বিজেপি-জেডিইউয়ের মধ্যে সংঘাতের কারণ হল মোদী মন্ত্রিসভার জেডিইউ থেকে ২ জনকে মন্ত্রী না করা। মোদী শেষপর্যন্ত ১টি মন্ত্রীপদ দিতে রাজি হন। তাতেই খেপে যায় নীতিশ কুমারের দল। নীতীশ কুমার মোদীর নাম না করে বলেন, এনডিএ যদি ভাবে একার জোরে সে জিতেছে তাহলে সে ভুল করবে।
4/7
S 4
বিজেপির সেই পদক্ষেপের মিঠেকড়া জবাবও এবার দিলেন নীতীশ কুমার। সম্প্রতি রাজ্যে মন্ত্রিসভা সম্প্রসারনে নতুন ৮ মন্ত্রীকে নেওয়া হয়েছে। এরা সবাই জেডিইউয়ের। নেই জোটসঙ্গী বিজেপির কোনও নেতা। ফলে চাপা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে রাজ্যে।
5/7
S 3
আসরে নেমেছেন নীতীশ কুমার। বলেছেন, রাজ্যে ৮ মন্ত্রীর পদ খালি ছিল। তার পূরণ করা হয়েছে। কারণ ওই ৮ মন্ত্রীপদ পাওনা ছিল জেডিইউয়ের।
6/7
S 2
দ্বিতীয়বারের জন্য শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। অসন্তোষ নিয়ে মুখ খুললেও তিনি বলেন, কখনই এনডিএ ছাড়ব না।
7/7
s 1
উল্লেখ্য, এবার লোকসভা নির্বাচনে জেডিইউ পেয়েছে ১৬ আসন ও বিজেপি ১৭ আসন দখল করেছে। জেডিইউ নেতা নীরজ কুমার বলেন,