শিল্পী ও টেকনিশিয়ানদের নিয়ে Tollywood বাঁচাও স্লোগানে পথে নামল BJP

Feb 23, 2021, 19:38 PM IST
1/5

টলিপাড়ায় দল বদলের হিড়িক অব্যাহত। তারই মাঝে এবার টলিউড বাঁচাও স্লোগানে পথে নামল BJP। 

2/5

মঙ্গলবার টেকনিশিয়ানদের সঙ্গে নিয়ে টালিগঞ্জে কিশোর কুমারের মূর্তি থেকে দাশানি স্টুডিও পর্যন্ত মিছিল করলেন তাঁরা।

3/5

সংঘমিত্রা চৌধুরী, পার্থ কর, লামা সহ আরও অনেক শিল্পীরাই এই BJP-র মিছিলে পা মেলান।

4/5

শিল্পীদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়া ও টেকনিশিয়ানদের কার্ড না পাওয়া ছাড়া একাধিক দাবি নিয়ে ছিল BJP-র এই টলিউড বাঁচাও মিছিল। 

5/5

একের পর এক সিনেমাহল বন্ধ হয়ে যাচ্ছে, অথচ কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। প্রতিভা নয়, অনেক ক্ষেত্রেই টাকা নিয়ে কাজ পাইয়ে দেওয়া হচ্ছে বলেও এই মিছিল থেকে BJP-র পক্ষ থেকে অভিযোগ তোলা হয়।