BJP-র মিছিলে রং না রাসায়নিক? কেন্দ্রকে চিঠি দিচ্ছেন তেজস্বী; হোলির রং, জানাল রাজ্য

Oct 08, 2020, 18:21 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: নবান্ন অভিযানে বিজেপির মিছিলে রং ব্যবহার নিয়ে তুঙ্গে বিতর্ক। রাসায়নিক ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ তুলল গেরুয়া শিবির। যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য জানান, তদন্ত চেয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দেবেন তিনি। বিজেপির কর্মীদের উপরে হোলির রং ব্যবহার করা হয়েছিল বলে স্পষ্ট করেছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। 

2/5

এ দিন মিছিলে জলকামানের সঙ্গে বেগুনি রং ব্যবহার করতেও দেখা গিয়েছে পুলিসকে। এটা কি কোনও রাসায়নিক না সাধারণ রং,উঠছে প্রশ্ন।

3/5

যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য বলেন,''নীল তরল ছোড়া হয়েছিল। বিক্ষোভে ঠান্ডা বা গরম জল ব্যবহার করা হয়। কিন্তু এভাবে রাসায়নিক কোথাও ব্যবহার করা হয় না।'' তাঁর দাবি,এই রং গোটা শরীরকে জ্বালিয়ে দিচ্ছিল। বমিও হচ্ছিল কর্মীদের। 

4/5

এনিয়ে তদন্ত চাইছেন তেজস্বী। বলেন, ''রাজ্য সরকারের কাছে তদন্তের আর্জি করছি। কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখে তদন্ত চাইব।''   

5/5

রাসায়নিক ব্যবহারের অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন,''খবর নিলাম হোলির রং ব্যবহার করা হয়েছিল।''