বাংলায় সিপিএম-কংগ্রেসকে শূন্য করে বিজেপির উত্থান, গড় অক্ষত মমতার, ইঙ্গিত জোড়া সমীক্ষার

Mar 11, 2019, 16:51 PM IST
1/6

বাংলায় মোদী-দিদির লড়াইয়ে অ্যাডভান্টেজ মমতা বন্দ্যোপাধ্যায়ই। বিজেপির উত্থান হলেও নিজের গড় কার্যত ধরে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

2/6

সি ভোটার ও সিএনএক্স জোড়া জনমত সমীক্ষাতেই আভাস, রাজ্যে গেরুয়া হাওয়া বইলে তৃণমূলের তেমন লোকসান হচ্ছে না। বরং বাম ও কংগ্রেসের ভাঁড়ারে প্রাপ্তি শূন্য। 

3/6

সি ভোটারের জনমত সমীক্ষার আভাস, রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেতে চলেছে ৩৪টি আসন। আর বিজেপির ঝুলিতে যেতে চলেছে বাকি ৮টি। গতবার বাম-কংগ্রেসের হাতে ছিল ৬টি। বিজেপি পেয়েছিল ২টি। 

4/6

সিএনএক্স-এর জনমত সমীক্ষার আভাস, দুঅঙ্ক পৌঁছতে পারে বিজেপি। ১২টি আসন পেতে চলেছে গেরুয়া শিবির। ৩০টি পাবে তৃণমূল। অর্থাত্ গতবারের চেয়ে ৪টি কম। 

5/6

দুটি জনমত সমীক্ষাতেই স্পষ্ট, বিরোধী দল হিসেবে উঠে আসছে বিজেপি। কিন্তু তেমন জোরাল উপস্থিতি নেই তাদের। 

6/6

বিজেপির যে উত্থান ঘটেছে, তা মূলত বাম-কংগ্রেসকে ধসিয়ে। দুই শিবিরই এবার শূন্য হতে চলেছে বাংলায়। রাজ্যে বাম-কংগ্রেস জোট বাঁধতে চলেছে। আর সমীক্ষাটি করা হয়েছে তার আগে। ফলে সমীক্ষার আভাস বদলেও যেতে পারে।