কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে জয়ে ফিরল বিজেপি

Dec 31, 2018, 14:36 PM IST
1/7

পর্যুদস্ত কংগ্রেস

কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে জয়ে ফিরল বিজেপি

রাজস্থানে ভোটে জিতল বিজেপি। এই রাজ্য কয়েকদিন আগেই হাতছাড়া হয়েছে বিজেপির। তবে স্থানীয় নির্বাচনে গেরুয়া শিবিরের সঙ্গে লড়তে পারল না কংগ্রেস।  

2/7

লড়ে হার

কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে জয়ে ফিরল বিজেপি

রাজস্থানে কয়েকটি আসনের জন্য সরকার গড়তে পারেনি বিজেপি। বসপা ও সপার সাহায্যে সরকার গড়েছে কংগ্রেস।

3/7

প্রভাবহীন

কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে জয়ে ফিরল বিজেপি

কিন্তু তার কোনও প্রভাব মরুরাজ্যের স্থানীয় নির্বাচনে পড়ল না। রবিবার নির্বাচনের ফল ঘোষণার পর দেখা গেল বিজেপি জিতেছে আটটি আসনে। কংগ্রেস জয় পেয়েছে পাঁচটি আসনে।

4/7

জয়ী বিজেপি

কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে জয়ে ফিরল বিজেপি

বিজেপি জেলা পরিষদের একটি আসনে জিতেছে। আর পঞ্চায়েত সমিতির ১৩টি আসনের মধ্যে সাতটিতে জিতেছেন বিজেপির প্রার্থীরা।

5/7

কংগ্রেসের ফল

কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে জয়ে ফিরল বিজেপি

কংগ্রেস পঞ্চায়েত সমিতির পাঁচটি আসনে জিতেছে। একটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে নিয়েছেন একজন নির্দল প্রার্থী।

6/7

উপ নির্বাচন

কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে জয়ে ফিরল বিজেপি

২৮ ডিসেম্বর রাজস্থানের পঞ্চায়েত সমিতির ১৩টি আসনে ও জেলা পরিষদের একটি আসনে উপ-নির্বাচন হয়। রবিবার ফল প্রকাশিত হয়।

7/7

রাজের প্রতিক্রিয়া

কংগ্রেসকে হারিয়ে রাজস্থানে জয়ে ফিরল বিজেপি

রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির বসুন্ধরা রাজে জানিয়েছেন, দু'সপ্তাহের মধ্যে কংগ্রেসের সরকারের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। তাই বিজেপিকেই ভোট দিয়েছেন সবাই।