Mumbai: সমুদ্রে ভেসে এল ৭টি বস্তা! সেগুলি একে-একে খুলতেই হাড়হিম পুলিসের...

Body Parts Found of an Unidentified Man: খণ্ড-বিখণ্ড দেহের টুকরোগুলি জুড়ে আপাতত এটুকুই আন্দাজ করা গিয়েছে! কিন্তু তারপর? কোথায় ঘটল? কবে?

| Nov 12, 2024, 16:12 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স হতে পারে ২৫ থেকে ৪০ বছরের মধ্যে। পুরুষ। বাঁ হাতে ট্যাটু করা আছে। ট্যাটু থেকে পড়া যাচ্ছে 'আরএ' (RA) অক্ষর দুটি! এটুকুই মৃতের প্রমাণ। এটুকুই মাত্র বোঝা যাচ্ছে। ল্যাবে খণ্ড-বিখণ্ড দেহের টুকরোগুলি জুড়ে আপাতত এটুকুই আন্দাজ করা গিয়েছে! কিন্তু তারপর? কোথায় ঘটল? কবে? 

1/6

সৈকতে

সমুদ্রসৈকতে ভেসে এসেছিল মস্ত এক প্লাস্টিকের বস্তা। ভেতরে একটি নয়, বেশ কয়েকটি প্লাস্টিকের থলি। 

2/6

৭ বস্তা থেকে ৭ টুকরো

পুলিস এল। এসে তারা বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ সকলের। এক-এক করে বেরল কাটা হাত, কাটা পা। এভাবে সাতটা বস্তা থেকে বেরল শরীরের ৭টি টুকরো। 

3/6

তীব্র চাঞ্চল্য

ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সৈকতশহরে।

4/6

মুম্বইয়ে

গতকাল, সোমবার সকালে মুম্বইয়ের গোরাই সমুদ্রসৈকতে ভেসে আসে ওই বস্তা। 

5/6

অজ্ঞাতপরিচয়

সেই সময়ে যাঁরা সৈকতে ছিলেন বস্তাটি তাঁদের অনেকেরই চোখে পড়ে। পুলিসে খবর দেওয়া হয়। পুলিস এসে বস্তা থেকে টুকরো করা দেহ উদ্ধার করে। মৃতদেহটির নাম-পরিচয় জানা যায়নি।

6/6

কে ফেলল?

দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস। শুরু হয়েছে তদন্তও। দূর থেকে বস্তাটি ভেসে এসেছিল, না কি রাতের অন্ধকারে কেউ বস্তাটি সৈকতে ফেলে দিয়ে গিয়েছিল, তা খতিয়ে দেখছে পুলিস।