অয়ন ঘোষাল: তিনিই এখানকার ভূমিকন্যা। ছেলেবেলা থেকে পর্ণশ্রী এলাকায় বেড়ে ওঠা।
2/7
এখনও লালুদার ফুচকার টানে বাইপাসের অভিজাত আবাসন থেকে মাঝে মাঝেই এখানে চলে আসেন স্বাধীনতা সংগ্রামীর নাতনি, ভারতীয় সেনা পরিবারের মেয়ে।
photos
TRENDING NOW
3/7
তাই ঘরের মেয়েকেই এবার আশীর্বাদ করবে পশ্চিম বেহালা। আশাবাদী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। বেহালা পশ্চিম কেন্দ্রে কঠিন লড়াই। প্রতিপক্ষ হেভিওয়েট পার্থ চট্টোপাধ্যায়।
4/7
সিপিএম প্রার্থীর স্থানীয় পরিচিতি আছে। দীর্ঘদিনের কর্মী এবং এলাকায় চেনা মুখ নীহার ভক্ত। তবে মূল লড়াই পার্থ বনাম শ্রাবন্তী।
5/7
প্রার্থীপদ ঘোষণার পর পরশু বিকেল থেকে প্রচার শুরু করেছেন। তবে তা ছিল মন্দিরে পুজো দেওয়া এবং ধারাপাড়ার কিছু বাড়ি ঘোরার মধ্যে সীমাবদ্ধ ।
6/7
বড় আকারে কর্মী নিয়ে এলাকা ভিত্তিক প্রচার আজ থেকেই।
7/7
বেহালা থানার বিপরীতে এলাকার প্রাচীনতম জোড়া শিব মন্দিরে পুজো দিয়ে প্রায় শ তিনেক কর্মী নিয়ে প্রচার। তার আগে মন্দিরের প্রবেশ পথে পুস্পস্তবক দিয়ে এবং পুষ্প বৃষ্টি করে প্রার্থী বরণ