সপ্তমীর রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ, জেনে নিন মহাম্যাচের টুকিটাকি

Oct 16, 2018, 15:43 PM IST
1/7

সপ্তমীর রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

1

মহাসপ্তমীর রাতে ফুটবল-জ্বর। আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা। প্রীতি ম্যাচ হলেও দুই চিরপ্রতিদ্বন্দ্বী যে কেউ কাউকে এক ইঞ্চিও জায়গা ছাড়বে না, সে কথা অবলীলায় বলা যায়। ভারতীয় সময় রাত সাড়ে এগারোটায় শুরু হবে ম্যাচ।

2/7

সপ্তমীর রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

2

এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে খেলবেন না লিওনেল মেসি। এছাড়া ডি'মারিয়া, হিগুয়েইন, সার্জিও আগুয়েরোও খেলবেন না। আজ ব্রাজিলের বিরুদ্ধে একাধিক নতুন মুখ দেখা যাবে আর্জেন্টিনা দলে।

3/7

সপ্তমীর রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

3

এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। যার মধ্যে ৪০টা ম্যাচে জিতেছে ব্রাজিল, ৩৮টায় আর্জেন্টিনা।

4/7

সপ্তমীর রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

4

আজ ব্রাজিলের বড় ভরসা নেমার। বিশ্বকাপের ব্যর্থতা কাটিয়ে উঠে দলকে নতুন করে চাঙ্গা করতে চান তিনি।

5/7

সপ্তমীর রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

5

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: অ্যালিসন (গোলকিপার); অ্যালেক্স স্যান্ড্রো, পাবলো, মারকুইনস, মার্সেলো; ক্যাসেমিরো, রেনাটো অগাস্টো, ফ্রেড, গ্যাব্রিয়েল জেসস, নেইমার (অধিনায়ক), কোতিনহো।

6/7

সপ্তমীর রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

6

আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: রোমেরো, সারাভিয়া, পেজ্জেল্লা, ওতামেন্দি, ত্যাগলিয়াফিকো, পারদেস, বাত্তাগলিয়া, লো সেলসো, দিবালা, ইকার্দি ও কোরেয়া।

7/7

সপ্তমীর রাতে ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ

7

সপ্তমীর রাতে মহাম্যাচ। দুর্গাপুজো বনাম ফুটবল। দুটোই বাঙালির বড় উত্সব। কিন্তু বাংলার ফুটবলপ্রেমীরা আজ কোনটা বেছে নেন, সেটাই দেখার।