নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

Mar 26, 2018, 16:35 PM IST
1/9

bsnl 9

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

যতই কম খরচে বেশি বেশি ডেটার অফার থাকুক না কেন, নেটওয়ার্কের সমস্যা গ্রাহকদের খুবই অপছন্দের।

2/9

bsnl 8

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

এবার সেই নেটওয়ার্ক সমস্যা মেটাতেই ময়দানে নেমে পড়ল ভারত সঞ্চার নিগম (BSNL)।

3/9

bsnl 7

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

মোবাইল নেটওয়ার্ক উন্নত করার জন্য প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিএসএনএল। পাশাপাশি সরকারি কিছু প্রজেক্টেও ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে বিএসএনএল।

4/9

bsnl 6

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

জানা যাচ্ছে, ২০১৮-২০১৯ অর্থবর্ষে এই পরিমাণ টাকা নেটওয়ার্ক উন্নত করার কাজে লাগাবে বিএসএনএল।

5/9

bsnl 5

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

মোবাইল নেটওয়ার্ক উন্নত করা, ব্রডব্যান্ড পরিষেবার উন্নত পরিকাঠামো তৈরি প্রভৃতি ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবে এই সংস্থা।

6/9

bsnl 4

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

এমনটাই জানালেন বিএসএনএল-এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব।

7/9

bsnl 3

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

তিনি আরও বলেন, "ভারত নেট, নেটওয়ার্ক ফর স্পেকট্রাম উত্তর-পূর্ব অঞ্চলে টেলিকম পরিষেবার উন্নয়নে এবং তার পাশাপাশি আন্দামানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার প্রচেষ্টা চলাচ্ছে।"

8/9

bsnl 2

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

এছাড়া, ৩জি পরিষেবার জন্য ১২ হাজার মোবাইল টাওয়ার বসানোরও ব্যবস্থা করা হচ্ছে।

9/9

bsnl 1

নেটওয়ার্ক এবং পরিষেবা আরও উন্নত করতে কোটি টাকা বিনিয়োগ BSNL-এর

৩জি-র পাশাপাশি ১০ হাজার ৪জি টাওয়ারও বসানোর পরিকল্পনা রয়েছে বিএসএনএল-এর।