দীপাবলিতে আতসবাজি পোড়াতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছেন, চটজলদি কী করবেন

Oct 28, 2019, 20:43 PM IST
1/5

দীপাবলিতে বাজি পোড়ানোটা নতুন নয়। কিন্তু সেই বাজিতে কোনওভাবে পুড়ে গেলে, ভয় পাওয়ার কোনও কারণ নেই ... চটজলদি ঘরোয়া উপায়ে জেনে নিন উপায়গুলি।

2/5

প্রথমেই ঠাণ্ডা জল দিন। কোনও জায়গায় পুড়ে গেলে বা ফোসকা পড়ার উপক্রম হলে ঠাণ্ডা জলের কোনও বিকল্প নেই।  

3/5

বরফ হলে আরও ভাল। এক জায়গায় বরফ ধরে থাকবেন না। ফোসকা বা পোড়া জায়গার আশেপাশে বরফ লাগান।  

4/5

ডায়োজিন বা ন্যানো সালফার জাতীয় মলম লাগাতে পারেন। ভেসলিনও লাগাতে পারেন।

5/5

পোড়া জায়গায় ব্যথা হলে প্যারাসিটামল জাতীয় ওষুধ খান। বেশি পুড়ে গেলে স্থানীয় চিকিত্‍সকের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন।