ভয়াল বন্যার গ্রাসে এবার হিমাচলপ্রদেশ। হিমাচল প্রদেশের মানালিতে একটি টুরিস্ট বাস বন্যার তোড়ে বিয়াসের জলে ভেসে গিয়েছে। রবিবার বিকালে মানালির পটেটো গ্রাউন্ডে এই ঘটনাটি ঘটেছে।
2/8
বাসটি সেসময় মাঠে দাঁড়িয়েছিল। যদিও সেসময় বাসে কোনও যাত্রী না থাকার কারনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
photos
TRENDING NOW
3/8
এই বাসটি যেখানে দাঁড়িয়ে ছিল, তার পাশ দিয়েই বিপজ্জনকভাবে বয়ে যাচ্ছিল বিয়াস নদী। আচমকাই জলস্তর বেড়ে যাওয়ায় ভেসে যায় বাসটি।
4/8
স্থানীয় বাসিন্দারা নিষেধ করা সত্ত্বেও বাসকর্মীরা বাসটিকে সেখানেই দাঁড় করিয়েছিলেন। কেরলে বন্যার ক্ষত শুকোয়নি এখনও। এরই মধ্যে ভ্রমণপিপাশুদের আরও এক ডেসটিনেশন জলের তলায়।
5/8
বিগত ২৪ ঘণ্টায় প্রায় ১২৭.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে। এই প্রবল বৃষ্টিপাতের জেরে ভুমিক্ষয়ের কারনে বড় সড়কপথগুলিও বিপর্যস্ত হয়েছে।
6/8
মান্ডি জেলার হানোগী মন্দিরের কাছে চন্ডীগড়-মানালি ২১ নম্বর জাতীয় সড়ককে স্পর্শ করেছে বিয়াস। মান্ডির ৩ নম্বর জাতীয় সড়কের যানচলাচল ব্যহত হয়েছে এই বৃষ্টিপাতের কারনে।
7/8
সেখানকার হাওয়া অফিস সূত্রে খবর, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে এই বৃষ্টিপাতে ধরমশালা, উনা, গারেট, জোগিন্দরনগর, সুজানপুর, ভারওয়াইন, নাদাউন, বাইজনাথ, কাঙরা প্রভৃতি জেলার জন জীবন বিপর্যস্ত।
8/8
সূত্রের খবর,বিয়াস নদীর জলস্তর অত্যধিক মাত্রায় বেড়ে যাওয়ার কারনে মানালি থেকে ২২কিলোমিটার দূরে ধোবি অঞ্চলে কমপক্ষে ২৬ জন মানুষ আটকে পড়েছেন।