বাজেটের পর কোন কোন জিনিসের দাম বাড়ল? রইল তালিকা

Jul 05, 2019, 18:44 PM IST
1/6

নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয় মোদী সরকারের প্রথম বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন। প্রতি লিটার পেট্রোল ও ডিজিলে সড়ক ও পরিকাঠামো সেজ এবং বিশেষ অতিরিক্ত কর হিসাবে এক টাকা ধার্য করা হয়েছে। এর ফলে দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের। 

2/6

সোনা ও অন্যান্য ধাতুর উপর ১০ শতাংশ থেকে সাড়ে ১২ শতাংশ শুল্ক বাড়িয়েছেন সীতারমন। তার জেরে দাম বেড়েছে সোনা-রুপোর।

3/6

বিদেশ থেকে আমদানিকৃত গাড়ি, স্প্লিট শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র, লাউডস্পিকার, ডিজিটাল ভিডিয়ো রেকর্ডার, সিগারেট, হুকা ও তামাকজাত চুইংগাম

4/6

বিদেশি বইপত্র, সিসিটিভি ক্যামেরা, বিদেশি প্লাস্টিক

5/6

সেরামিক টাইলস, দেওয়ালের টাইলস, কাজু, অপটিক্যাল ফাইবার

6/6

স্টেইললেস স্টিলের দ্রব্যাদি, অটোর যন্ত্রাংশ, নিউজপ্রিন্ট