পুজোর মরসুমে রবি ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বাড়িয়ে কৃষকদের উপহার মোদীর

Oct 03, 2018, 23:20 PM IST
1/7

কৃষকদের উপহার

MSP_1

কৃষক আন্দোলনের সমাপ্তির ২৪ ঘণ্টা কাটার পরই সুখবর দিল মোদী সরকার। উত্সবের মরসুমে রবি ফসলের সহায়ক মূল্য বাড়িয়ে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

2/7

কৃষকদের উপহার

MSP_2

গমের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টার প্রতি বাড়ানো হয়েছে ১০৫ টাকা।  

3/7

কৃষকদের উপহার

MSP_3

মুসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে প্রতি কুইন্টারে ২২৫ টাকা।

4/7

কৃষকদের উপহার

MSP_4

সাফ্লাওয়ারের প্রতি কুইন্টার সহায়ক মূল্য বেড়েছে ৮৪৫ টাকা। 

5/7

কৃষকদের উপহার

MSP_5

সরকারের দাবি, এর ফলে কৃষকদের আয় দ্বিগুণ হতে চলেছে। 

6/7

কৃষকদের উপহার

MSP_6

মন্ত্রিসভা একটি বিবৃতিতে দাবি করেছেন, সরকারের সিদ্ধান্তের জেরে অতিরিক্ত ৬২,৬৩৫ কোটি টাকা লাভ হবে কৃষকদের। প্রায় ৫০ শতাংশ ন্যূনতম সহায়কমূল্য বাড়ানো হয়েছে। এর ফলে দ্বিগুণ আয় হবে কৃষকদের। 

7/7

কৃষকদের উপহার

MSP_7

মঙ্গলবার একাধিক দাবিতে দিল্লির দিকে মিছিল করে আসছিলেন কৃষকরা। তবে দিল্লি ঢোকার আগে উত্তরপ্রদেশেই আটকানো হয় আন্দোলনকারীদের। তিন রাজ্যে ভোটের আগে তাই কৃষকদের বিক্ষোভ চাপা দিতে ন্যূনতম সহায়কমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।