কৃষক আন্দোলনের সমাপ্তির ২৪ ঘণ্টা কাটার পরই সুখবর দিল মোদী সরকার। উত্সবের মরসুমে রবি ফসলের সহায়ক মূল্য বাড়িয়ে উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
2/7
কৃষকদের উপহার
গমের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টার প্রতি বাড়ানো হয়েছে ১০৫ টাকা।
photos
TRENDING NOW
3/7
কৃষকদের উপহার
মুসুর ডালের ন্যূনতম সহায়ক মূল্য বেড়েছে প্রতি কুইন্টারে ২২৫ টাকা।
4/7
কৃষকদের উপহার
সাফ্লাওয়ারের প্রতি কুইন্টার সহায়ক মূল্য বেড়েছে ৮৪৫ টাকা।
5/7
কৃষকদের উপহার
সরকারের দাবি, এর ফলে কৃষকদের আয় দ্বিগুণ হতে চলেছে।
6/7
কৃষকদের উপহার
মন্ত্রিসভা একটি বিবৃতিতে দাবি করেছেন, সরকারের সিদ্ধান্তের জেরে অতিরিক্ত ৬২,৬৩৫ কোটি টাকা লাভ হবে কৃষকদের। প্রায় ৫০ শতাংশ ন্যূনতম সহায়কমূল্য বাড়ানো হয়েছে। এর ফলে দ্বিগুণ আয় হবে কৃষকদের।
7/7
কৃষকদের উপহার
মঙ্গলবার একাধিক দাবিতে দিল্লির দিকে মিছিল করে আসছিলেন কৃষকরা। তবে দিল্লি ঢোকার আগে উত্তরপ্রদেশেই আটকানো হয় আন্দোলনকারীদের। তিন রাজ্যে ভোটের আগে তাই কৃষকদের বিক্ষোভ চাপা দিতে ন্যূনতম সহায়কমূল্য বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র।