Dengue: ডেঙ্গি নিধনে পুজোর আগেই সপরিবারে মর্ত্যে হাজির মা দুর্গা!

Sep 29, 2023, 20:52 PM IST
1/8

সৌমেন ভট্টাচার্য: পুজোর মুখে ডেঙ্গি-আতঙ্ক। মশা মারার তেল ও ব্লিচিং পাউডার নিয়ে এবার সপরিবারে মর্ত্যে হাজির স্বয়ং মা দুর্গা! বাড়ি বাড়ি গিয়ে সেই উপহার তুলে দিলেন সন্তানদের হাতে।  এমনই দৃশ্য দেখা গেল দক্ষিণ দমদম পুরসভা এলাকায়।

2/8

পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। পাড়ায় পাড়ায় চলছে প্যান্ডেল বাঁধার কাজ।

3/8

উৎসবের আনন্দে বাদ সেধেছে ডেঙ্গি। কলকাতা-সহ গোটা রাজ্যে বাড়ছে আক্রান্ত সংখ্যা। সঙ্গে মৃত্যুও!

4/8

ব্যতিক্রম নয় দক্ষিণ দমদম পুর এলাকায়। পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক।

5/8

 দক্ষিণ দমদমে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এখনও মৃত ৬।

6/8

এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে অভিনব উদ্যোগ নিলেন স্থানীয় কাউন্সিলর দেবাশীষ বন্দ্যোপাধ্যায়।  

7/8

সন্তানরা বিপদে। পুজোর কিছুদিন আগেই সপরিবারে মর্ত্যে এলেন মা দুর্গা।

8/8

১৫ নম্বর ওয়ার্ডের হরকালী, দাগা কলোনি-সহ বিস্তীর্ণ এলাকা বাড়ি বাড়ি পৌঁছে দিলেন মশা মারার তেল ও ব্লিচিং পাউডার।