কান চলচ্চিত্র উৎসব ২০১৯: ব্ল্যাক ম্যাজিকে প্রিয়াঙ্কার 'নমস্তে'

May 17, 2019, 11:52 AM IST
1/10

ফ্রান্সের ফ্রেঞ্চ রিভিয়েরায় আয়োজিত কাল চলচ্চিত্র উৎসব-২০১৯ এর রেড কার্পেটে ব্ল্যাক ম্যাজিকে মাত করলেন প্রিয়াঙ্কা চোপড়া। (ছবি: ইনস্টাগ্রাম)

2/10

ডিজাইনির রবার্তো কাভালির ডিজাইন করা কালো গাউনে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে। (ছবি: ইনস্টাগ্রাম)

3/10

কালো স্পার্কলিং পোশাকের সঙ্গে মিলিয়ে নজর কাড়ল প্রিয়াঙ্কার হালকা মেকআপ, চোখে লাইনার সঙ্গে ঠোটে বেরি লিপস্টিকে প্রিয়াঙ্কা যেন মোহময়ী। (ছবি: ইনস্টাগ্রাম)

4/10

নজর কাড়ল প্রিয়াঙ্কা কানে ডিজাইনার দুল। (ছবি: ইনস্টাগ্রাম)

5/10

রবার্তো কাভালির ডিজাইনর গাউনে 'দেশি গার্ল' প্রিয়াঙ্কার 'নমস্তে' মন কাড়ল ভারতীয়দের। (ছবি: ইনস্টাগ্রাম)

6/10

৭২ তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রেখেই অনুরাগীদের জন্য চুম্বন ছুঁড়ে দিলেন 'পিগি চপস'। (ছবি: ইনস্টাগ্রাম)

7/10

কানের রেড কার্পেটে পা রাখার আগে স্টাইল আইকন লেডি ডায়না, গ্রেস কেলি, সোফিয়া লরেন-এর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা। যা দেখে অনেকেই অনুমান করেছিলেন, এবার প্রিয়াঙ্কার পোশাকে থাকবে ভিনটেজ লুক। (ছবি: ইনস্টাগ্রাম)

8/10

প্রসঙ্গত, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে এটাই ছিল প্রিয়াঙ্কার ডেবিউ। (ছবি: ইনস্টাগ্রাম)

9/10

কান-এ ডেবিউ-এর জন্য প্রিয়াঙ্কার যে আর দেরি সইছিল না তা তিনি সোশ্যাল মিডিয়ায় বৃহস্পতিবার একটি ঘড়ির ছবি পোস্ট করেই বুঝিয়ে দিয়েছিলেন। (ছবি: ইনস্টাগ্রাম)

10/10

সব মিলিয়া কানের রেড গালিচায় প্রিয়াঙ্কা যেন মোহময়ী। (ছবি: ইনস্টাগ্রাম)